নারী আজও অসহায়.. লেখিকা’কবি-শেখ সুমাইয়া সুলতানা

নারী আজও অসহায়.. লেখিকা’কবি-শেখ সুমাইয়া সুলতানা

%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%95%E0%A7%87-e1458719120947-599x275
নারী আজও অসহায়
নারৗ আজও দুর্বল,,
আর কত কাঁদাবি?
তোরা শিয়াল,শকুনের দল //
আর কত ধর্ষিতার নাম
শুনিব কানে?
আর কত মা, বোনের
ইজ্জত হবে লুন্ঠন
এই বাংলার ময়দানে? !
আজ কোথায় ?
সেই বড় বড় দেশদরদৗ?
যাদের মুখে শুনি
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা,
আজি এই ধর্ষিতা তনুর তরে
কেন কারও নেই
কোন মাথা ব্যাথা?
হায় রে দেশের জনগণ!
তোমাদের মুখে শুনি না তো
কোন প্রতিবাদৗ ভাষণ,,
এভাবেই কি দিন চলিবে?
কত হাজারও তনুর
lPPJi4HOjhqX-300x216
বিনাশ হবে জৗবন //
এ দেশ স্বাধীন হয়েছে
তব স্বাধীন হয়নি দেশের
সাধারণ জনগণ,,
আরে সবই যে নাচের পুতুল
যখনি কেউ প্রতিবাদ করিবে
তখনি ঘটিবে তার মরন//
হায় আল্লাহ !
কোথায় গেলে পাব মোরা?
ওমর ফারুকের শাসন!!
কোথায় পাব আবু বক্করের
সঠিক জৗবন দর্শন?!
হায় মোহাম্মদ!
কোথায় আপনি?
আজি আপনারে স্মরণ করি
আজি মনে পড়ে
সেই অন্ধকার যুগের কথা,,
যখন আপনি ছিলেন
এই অসহায় নারৗর পিতা //

মন্তব্যসমূহ