ফেসবুক অ্যাকাউন্ট বাতিলের কারণ


ফেসবুক অ্যাকাউন্ট বাতিলের কারণ
বিবার্তা ডেস্ক :
প্রিন্ট অ-অ+
সকলেই তো ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে মেতে থাকে। ক’জন আর নিয়ম জানে? কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের উপরে অনেক বিধি-নিষেধও আছে, যা না-মানলেই বন্ধ হয়ে যেতে পারে আপনার খোলাখাতা।
 
নিয়ম মানুন ফেসবুকের। জেনে নিন কোন কোন কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে—
 
১। আক্রমণাত্মক ভাষা ব্যবহার করলে : স্টেটাস কিংবা মেসেজে আপনি কোনও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করলে এবং কেউ রিপোর্ট করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।
 
২। একই মেসেজ বার বার পোস্ট করা :  আপনি প্রতিদিন একই মেসেজ বন্ধু-বান্ধবদের বার বার পোস্ট করলে, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। একই বার্তা বার বার দিতে চাইলে কনটেন্ট-এ কিছু না কিছু বদল আনা দরকার।
 
৩। একই সাথে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে : একদিনেই বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ফেসবুক সতর্ক করে। তার পরেও পাঠাতে থাকলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে।
 
৪। আপত্তিকর ছবি ও ভিডিও আপলোড : আপত্তিকর ছবি ও ভিডিও আপলোড করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট বাতিল হতে পারে।
 
৫। একই পোস্ট বার বার করলে : আপনার ফেসবুক ওয়ালে যদি আপনি একই পোস্ট বার বার করেন তবে সেটিকে স্প্যাম হিসেবে বিবেচনা করে সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক অ্যাকাউন্ট।
 
৬। অন্যের নামে অ্যাকাউন্ট করলে : আপনি যদি নিজের নামের পরিবর্তে সেলিব্রেটি বা অন্য কারোর নাম ব্যবহার করেন, তাহলে অভিযোগ পাওয়ার ভিত্তিতে আপনার অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।
 
৭। ফেক আইডি খোলায় : ফেক অ্যাকাউন্ট বা মিথ্যা তথ্য দিয়ে খোলা আইডি ফেসবুক সমর্থন করে না। শনাক্ত করতে পারলেই তা বন্ধ করে দেওয়া হয়।
 
৮। বিজ্ঞাপনের জন্য প্রোফাইল হলে : আপনার প্রোফাইল শুধুই বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হলে, বন্ধ হয়ে যেতে পারে সেই অ্যাকাউন্ট। সূত্র : এবেলা।

মন্তব্যসমূহ