ময়মনসিংহের গর্ব মাহমুদুল্লাহ রিয়াদ ।


mahmudullah_20316


ময়মনসিংহের গর্ব মাহমুদুল্লাহ রিয়াদ।বিনয়ী আর হাস্যোজ্জ্বল এক ক্রিকেটারের পরিচয় জানতে চাইলে যার নাম আসে তিনি আর কেউ নন, তিনিই মাহমুদুল্লাহ রিয়াদ।তিনি প্রথম বাংলাদেশি হিসাবে বিশ্বকাপ সেঞ্চুরির ইতিহাস গড়েন । ইতিহাসের মাত্র অষ্টম ব্যাটসম্যান হিসাবে বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরির মালিক এখন ময়মনসিংহের ছেলে রিয়াদ।
mahmudullah_20316
সংক্ষিপ্ত পরিচয়: ১৯৮৬ সালের ৪ ফেব্রুয়ারী ময়মনসিংহ জেলায় তার জন্ম । জেলা সদরের  ধোপাখোলা তাদের বাসা। উচ্চতায় ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার) তার বাবা  ওবায়েদ উল্লাহ,  মা আরাফাত বেগম ও স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি ।
২০১১ সালের ২৫ জুন জীবনের নতুন ইনিংস শুরু করেন দুরন্ত মাহমুদুল্লাহ। জান্নাতুল কাউসার মিষ্টির সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ দলের সাবেক এই সহ-অধিনায়ক। পরের বছর একই মাসের তিন তারিখে মাহমুদুল্লাহ জুনিয়র পৃথিবীর আলো দেখে। মজার ব্যপার মাহমুদুল্লাহ এবং বাংলাদেশ ক্রিকেটে্র আরেক নক্ষত্র মুশফিকুর রহিম এখন একই ঘরের জামাই।
২০০৭ সালের জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলে অভিষেক ঘটে মাহমুদুল্লাহর। একই বছরের সেপ্টেম্বরে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। দু’বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক ঘটে এই অলরাউন্ডারের। মজার বিষয় হচ্ছে, তিন ফরমেটেই বিদেশের মাটিতে অভিষেক ঘটে মাহমুদুল্লাহর।
Mahmudullah_inner_1_828612253
উল্লেখ্য, বাংলাদেশ দলের হয়ে এখন পর্যন্ত ২৩টি টেস্টে ৩০.৫৯ গড়ে ১২৮৫ রান সংগ্রহ করেছেন মাহমুদুল্লাহ। ১১টি ফিফটির পাশাপাশি ১টি সেঞ্চুরি করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ওয়ানডেতে ১১০ ম্যাচে ৩২.১৬ গড়ে ২১২৩ রান করেছেন মাহমুদুল্লাহ। ওয়ানডেতেও তার ব্যাট থেকে ১১টি ফিফটি আসে। তবে, এখন পর্যন্ত সেঞ্চুরির দেখা পাননি। টি-টোয়েন্টিতে ৩৪ ম্যাচ শেষে ১টি ফিফটির সাহায্যে ৩৮১ রান করেছেন এই মিডল-অর্ডার ব্যাটসম্যান।
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও কৃতিত্ব দেখিয়েছেন মাহমুদুল্লাহ। টেস্টে ৩৫, ওয়ানডেতে ৬৭ ও টি-টোয়েন্টিতে ১৫টি উইকেট দখল করেছেন এই ডানহাতি অফ স্পিনার।
বাংলাদেশের পক্ষে ক্রিকেট বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি (১০৩) করার গৌরব অর্জন করেন তিনি। এছাড়াও প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন।

মন্তব্যসমূহ