আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি: ভালুকার মেজর আফসার উদ্দিন নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর ২০১৬ ইং উপলক্ষে্ জাতীয় জাদুঘর, মুক্তিযোদ্ধা জাদুঘর ও কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনে ছাত্র / ছাত্রী, শিক্ষক সহ।
৭১ তুরের মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ১১ এফ, জে, সেক্টরের সাব সেক্টর কমান্ডার (অধিনায়ক) মুক্তিযুদ্ধের আফসার বাহিনির প্রতিষ্ঠাতা, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মেজর আফসার উদ্দিন আহমেদ এর সুযোগ্য সন্তান। ভালুকার মা মাটি ও মানুষের নেতা। দলমত নিবিশেষে সকলের প্রিয় মানুষ ও ভালুকার সবচাইতে জনপ্রিয় নেতা। সাবেক চেয়ারম্যান ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ।সাবেক সভাপতি ও সাধারণ সম্পাধক ছাত্রলীগ ভালুকা উপজেলা শাখা সাবেক সভাপতি ভালুকা উপজেলা আওয়ামী যুবলীগ।সাবেক চেয়ারম্যান ভালুকা উপজেলা পরিষদ। বর্তমান ভালুকা উপজেলা আওয়ামীলিগের সম্মানিত সদস্য ও ভালুকা পৌর আওয়ামীলিগের সম্মানিত সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ (ধনু) ভাইকে ভালুকা উপজেলা আওয়ামীলিগের সভাপতি হিসেবে দেখতে চাই ও ময়মনসিংহ ১১ ভালুকা আসনে এমপি হিসাবে দেখতে চাই।
মন্তব্যসমূহ