কম্পিউটার রাখুন ভাইরাসমুক্ত

Image result for কম্পিউটার ভাইরাস

কম্পিউটার ব্যবহারের সময় পেনড্রাইভ, মেমোরি কার্ড ইত্যাদি লাগানোর প্রয়োজন পড়ে। ইন্টারনেটেও ঢুঁ মারতে হয় বিভিন্ন সময়। বেশির ভাগ ক্ষেত্রে কম্পিউটারে ভাইরাস ঢোকে পেনড্রাইভ-মেমোরি কার্ড থেকে। ইন্টারনেটে অবিশ্বস্ত সাইট ও ফ্রি সফটওয়্যার থেকেও ভাইরাস ও ম্যালওয়্যার ছড়ায়।


২৪ ঘণ্টা নিরাপত্তা

কম্পিউটার ২৪ ঘণ্টা নিরাপদে রাখতে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন। ফ্রি অ্যান্টিভাইরাসের পাশাপাশি পেইড (কিনে ব্যবহার) অ্যান্টিভাইরাসও আছে। ফিচার ও বাড়তি সুবিধা পেতে চাইলে পেইড অ্যান্টিভাইরাস ব্যবহার করাই ভালো। ভাইরাসমুক্ত রাখার পাশাপাশি কম্পিউটার ও ইন্টারনেট সিকিউরিটি অপশনও রাখা হয়েছে অ্যান্টিভাইরাসগুলোতে।

দেশের বাজারে প্রথম সারির অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডিস্ক পাওয়া যাবে।

আর বিনা খরচে ডাউনলোড করতে চাইলে ক্লিক করুন-
ক্যাসপারস্কি :  www.kaspersky.com/antivirus-free-trial
আভিরা : www.avira.com/en/avira-free-antivirus
ম্যাকাফি : http://home.mcafee.com/downloads/free-virus-scan
এভিজি : www.avg.com/ww-en
অ্যাভাস্ট :www.avast.com

ভাইরাসমুক্ত রাখতে যা যা করবেন

ভালো মানের অ্যান্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করুন।

►  অ্যান্টিভাইরাসটি সময়মতো আপডেট করুন।
►  মোবাইল ফোনে মেমোরি কার্ড বা পেনড্রাইভ ব্যবহারের আগে ভাইরাস চেক করে নিন।
►  নতুন মেমোরি কার্ড ব্যবহারের আগে ফরম্যাট দিয়ে নেওয়া ভালো।
►  ডাটা কেবল দিয়ে অন্য ডিভাইস থেকে কম্পিউটারে ফাইল আনা-নেওয়ার আগে ভাইরাস চেক করে নিন।
►  ইন্টারনেট থেকে দরকারি সফটওয়্যার নামানোর সময় ভালো করে দেখে নিন।
►  ফেসবুকে কিংবা ইন্টারনেটে কোনো লিংকে ক্লিক করা বা ডাউনলোডের সময় খেয়াল রাখুন অনাকাক্সিক্ষত কিছু নামল কি না।
►  ভাইরাস ঢুকে গেছে নিশ্চিত হলে ভালো অ্যান্টিভাইরাস দিয়ে পুরো হার্ডডিস্ক চেক করুন।
►  পুরনো সংস্করণের অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন না।
► হার্ডডিস্কে অনাকাক্সিক্ষত ফাইল কিংবা ফোল্ডার দেখলে ভাইরাস চেক করুন।
►  আজেবাজে ওয়েবসাইটে যাবেন না।

ম্যালওয়্যার আতঙ্ক!

ভাইরাসের পাশাপাশি আরেক আতঙ্কের নাম ম্যালওয়্যার। সফটওয়্যার ইনস্টল, ডাউনলোড কিংবা অনিরাপদ ওয়েবসাইট থেকে ম্যালওয়্যার ঢুকে পড়তে পারে। ভাইরাসের মতো ম্যালওয়্যারও এক ধরনের প্রোগ্রাম। তবে এর আসল কাজ ফাইল নষ্ট করা বা ডিভাইসের গতি কমানো নয়; দরকারি তথ্য হাতিয়ে নিতে এ ধরনের প্রোগ্রাম ব্যবহৃত হয়।

কম্পিউটারে অ্যান্টিভাইরাস চালু থাকলে ভাইরাসের পাশাপাশি ম্যালওয়্যারও ঠেকাবে। ব্যবহারকারী দক্ষ হলে অ্যান্টিভাইরাস চালু না রেখেও ম্যালওয়্যারের উপস্থিতি টের পাবেন। তাই অ্যান্টিভাইরাস ইনস্টল না রাখাটা বোকামি।

ম্যালওয়্যার থাকলে কিছু লক্ষণ চোখে পড়বে। যেমন-ডাউনলোড ফোল্ডার, সি ড্রাইভ কিংবা হার্ডডিস্কের গুরুত্বপূর্ণ কোনো জায়গায় অনাকাক্সিক্ষত ফাইল দেখা যেতে পারে। এর মানে আপনার ইচ্ছার বাইরে কোনোভাবে কোনো ফাইল এক্সেস হচ্ছে।

ম্যালওয়্যার থেকে রেহাই পেতে

►  ম্যালওয়্যার অপশন আছে এমন অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।
► পরিচিত সফটওয়্যার ছাড়া অন্য সফটওয়্যারের ব্যাপারে সতর্ক থাকুন।
►  ফাইল ট্রান্সফার বা অ্যাটাচমেন্টের সময় সতর্ক থাকুন।
► অনলাইনে অস্বাভাবিক ইউআরএল বা লিংকে ক্লিক দেওয়ার ব্যাপারে সতর্ক হোন।
►  পাবলিক ওয়াই-ফাই দিয়ে ইন্টারনেট ব্যবহারের সময় ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।

মন্তব্যসমূহ