১৯৭১ সালের স্বাধীনতার মাস মার্চের এইদিনে


 ---
ঢাকা, ১ মার্চ ২০১৬, মঙ্গলবারঃ একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠার জন্য তদানীন্তন পূর্ব পাকিস্তান তথা এ অঞ্চলের জনগণের সুদীর্ঘ ২৩ বছরের আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত বিস্ফোরণ ও পরিণতি ঘটে ১৯৭১ সালের মার্চে। ঘটনাবহুল মার্চ তাই বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
০১ মার্চ, ১৯৭১
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দুপুর ১টা ০৫ মিনিটে এক বেতার ভাষণে ৩ মার্চের গণপরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা করেন।
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তার ভাষণে বলেন, “পাকিস্তান আজ চরম রাজনৈতিক সঙ্কটের সম্মুখীন। … বিগত কয়েক সপ্তাহে অবশ্য আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে, ঐকমত্যে পৌঁছবার পরিবর্তে আমাদের কোন কোন নেতা অ-নমনীয় মনোভাব প্রদর্শন করেছেন। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের নেতৃবৃন্দের মধ্যে রাজনৈতিক মোকাবেলা একটি দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। সংক্ষেপে বলতে গেলে পরিস্থিতি এই দাঁড়িয়েছে যে, পশ্চিম পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠ দল অর্থাৎ ‘পাকিস্তান পিপলস পার্টি’ এবং আরও কয়েকটি রাজনৈতিক দল ১৯৭১ সালের ৩ মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান না করার ইচ্ছা প্রকাশ করেছে। এছাড়া ভারত কর্তৃক সৃষ্ট সাধারণ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সার্বিক অবস্থাকে আরও জটিল করে তুলেছে। অতএব, আমি জাতীয় পরিষদের অধিবেশন আহবান পরবর্তী কোন তারিখের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।”
ওইদিন-ই বঙ্গবন্ধুর নির্দেশে নূরে আলম সিদ্দিকী, আবদুল কুদ্দুস মাখন, আ স ম আবদুর রব ও শাহজাহান সিরাজের নেতৃত্বে ‘স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়।

মন্তব্যসমূহ