ক্রীড়া প্রতিবেদক : সচরাচর বিগ ম্যাচের আগে দলের পক্ষ থেকে অধিনায়ককেই পাওয়া যায়। কিন্তু ভারতীয় দলটাই মনে হয় ভিন্ন! এশিয়া কাপের ফাইনালের আগে মহেন্দ্র সিং ধোনিকে আড়ালে রাখল টিম ম্যানেজম্যান্ট।
এর আগেও এরকমটা হয়েছে। ২০১৪ সালের এশিয়া কাপে অধিনায়ককে বারবার গণমাধ্যমের পক্ষ থেকে চাওয়া হলেও টিম ম্যানেজম্যান্ট থেকে জানানো হয়েছিল দল না হারা পর্যন্ত অধিনায়ককে পাওয়া যাবে না।
অদ্ভুত এক নিয়ম! রোববারের ফাইনালের আগে ভারতীয় দলের প্রতিনিধি হিসেবে আসলেন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। ফাইনাল নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা হল তার সঙ্গেই। রাইজিংবিডি’র পাঠকদের জন্যে তা দেওয়া হল:
প্রশ্ন : টুর্নামেন্টের প্রথম ম্যাচের অভিজ্ঞতার কথা বলুন?
রবি শাস্ত্রী : বাংলাদেশ টুর্নামেন্টের শুরুটা ভাল একটি জয় দিয়ে করতে পারতো। প্রথম খেলায় আমরা চাপে ছিলাম এবং শেষ ১০ ওভারে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু সব ম্যাচই কঠিন। শেষ পর্যন্ত আপনি কি করলেন এবং ব্যাটিং-বোলিং বিভাগে সামঞ্জস্য রক্ষা করলেন এবং জয় পেলেন। আমরা দারুন কাজ করে দেখিয়েছি। কিন্তু প্রথম খেলাটা সত্যিই কঠিন ছিল।
রবি শাস্ত্রী : বাংলাদেশ টুর্নামেন্টের শুরুটা ভাল একটি জয় দিয়ে করতে পারতো। প্রথম খেলায় আমরা চাপে ছিলাম এবং শেষ ১০ ওভারে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু সব ম্যাচই কঠিন। শেষ পর্যন্ত আপনি কি করলেন এবং ব্যাটিং-বোলিং বিভাগে সামঞ্জস্য রক্ষা করলেন এবং জয় পেলেন। আমরা দারুন কাজ করে দেখিয়েছি। কিন্তু প্রথম খেলাটা সত্যিই কঠিন ছিল।
প্রশ্ন : ফাইনালে বিপুল দর্শক কোন পার্থক্য তৈরি করবে?
রবি শাস্ত্রী : আমরা এসব হৈচৈ এর মধ্যে অভ্যস্ত। হোক না শতভাগ। এতকিছু বিবেচনা করলে কি চলে? যখন আপনি এমন পর্যায়ে খেলবেন তখন এসব প্রভাব ফেলেনা। নিজেদের সুবিধাগুলোরও পুরোপুরি সদ্ব্যবহার করতে হয়। আপনি আরও উজ্জীবিত হবেন এবং দেখাবেন আপনি ভাল খেলতে পারেন।
রবি শাস্ত্রী : আমরা এসব হৈচৈ এর মধ্যে অভ্যস্ত। হোক না শতভাগ। এতকিছু বিবেচনা করলে কি চলে? যখন আপনি এমন পর্যায়ে খেলবেন তখন এসব প্রভাব ফেলেনা। নিজেদের সুবিধাগুলোরও পুরোপুরি সদ্ব্যবহার করতে হয়। আপনি আরও উজ্জীবিত হবেন এবং দেখাবেন আপনি ভাল খেলতে পারেন।
প্রশ্ন : ফাইনালে কিরকম উইকেট চাচ্ছেন?
রবি শাস্ত্রী : উইকেটে আমাদের হস্তক্ষেপ নেই। আমাকে টুর্নামেন্ট শুরুর আগে বলা হয়েছিল যে সবুজে ঢাকা কিছু একটা পেতে যাচ্ছেন। এরকমটাই হয়েছে। সুতরাং আগামীকাল (আজ) যেমন উইকেটই থাকুক আমরা খেলার জন্য প্রস্তুত। আমাদের জন্য যে কন্ডিশনই থাকবে আমাদের কাজ হচ্ছে খেলতে নামা। কারণ সবারই বুঝতে হবে যে এখানে একটি দলই খেলছে না, উভয় দলকেই এ ময়দানে খেলতে হবে। সুতরাং এটা পরিচ্ছন্ন একটা খেলাই।
রবি শাস্ত্রী : উইকেটে আমাদের হস্তক্ষেপ নেই। আমাকে টুর্নামেন্ট শুরুর আগে বলা হয়েছিল যে সবুজে ঢাকা কিছু একটা পেতে যাচ্ছেন। এরকমটাই হয়েছে। সুতরাং আগামীকাল (আজ) যেমন উইকেটই থাকুক আমরা খেলার জন্য প্রস্তুত। আমাদের জন্য যে কন্ডিশনই থাকবে আমাদের কাজ হচ্ছে খেলতে নামা। কারণ সবারই বুঝতে হবে যে এখানে একটি দলই খেলছে না, উভয় দলকেই এ ময়দানে খেলতে হবে। সুতরাং এটা পরিচ্ছন্ন একটা খেলাই।
প্রশ্ন : ভারতীয়রা ভয়হীন ক্রিকেট খেলছে। আপনি কি পেছনে ফিরে বলবেন কিভাবে এই রূপান্তরটা হলো?
রবি শাস্ত্রী : আমার এখানে দশ ঘন্টা বসে থাকতে হবে যদি আমি সবটাই আপনাদের বলতে চাই। সেখান থেকে এখন আমরা এক নম্বর টি-টোয়েন্টি দল। এটা একটা পর্যায়ক্রমিক পদ্ধতির অংশ, কিন্তু অবশ্যই উপভোগ্য। আশা করছি আমরা আগামীকাল ফাইনালেও সেই ধরণের ক্রিকেট দেখাতে পারব।
রবি শাস্ত্রী : আমার এখানে দশ ঘন্টা বসে থাকতে হবে যদি আমি সবটাই আপনাদের বলতে চাই। সেখান থেকে এখন আমরা এক নম্বর টি-টোয়েন্টি দল। এটা একটা পর্যায়ক্রমিক পদ্ধতির অংশ, কিন্তু অবশ্যই উপভোগ্য। আশা করছি আমরা আগামীকাল ফাইনালেও সেই ধরণের ক্রিকেট দেখাতে পারব।
প্রশ্ন : তাসকিন আহমেদের হাতে ধোনির মাথার ছবিটিকে আপনি কিভাবে দেখছেন?
রবি শাস্ত্রী : আমি সবগুলো পত্রিকা পড়িনা। আপনারা পড়েন। আমরা ক্রিকেট খেলতে নামব। ম্যাচ চলার সময় আমার এত পড়ার অভ্যাস নাই। আপনারা পড়েন এবং আপনারাই নিজেদের মতো করে বিশ্লেষণ করেন। আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলার জন্য নেমে পড়া।
রবি শাস্ত্রী : আমি সবগুলো পত্রিকা পড়িনা। আপনারা পড়েন। আমরা ক্রিকেট খেলতে নামব। ম্যাচ চলার সময় আমার এত পড়ার অভ্যাস নাই। আপনারা পড়েন এবং আপনারাই নিজেদের মতো করে বিশ্লেষণ করেন। আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলার জন্য নেমে পড়া।
প্রশ্ন : কিছু বল এবং কয়েকটি হিট সবকিছুর পরিবর্তন আনতে পারে এবং এবার ফাইনাল। দল কিভাবে বিষয়টি দেখছে, জানাবেন?
রবি শাস্ত্রী : আমরা অভিজ্ঞ খেলোয়াড়ে পূর্ণ। আপনারা এটাকে শুধু আরেকটি খেলা হিসেবেই দেখুন। কেন এটাকে ফাইনাল হিসেবে দেখা হচ্ছে? সবারই মনোভাব এমন থাকতে হবে যে মনোভাবটা টুর্নামেন্টের অন্য খেলার ক্ষেত্রে ছিল। আমাদের জন্য সবগুলো খেলাই নকআউট। আমরা এটাকে সে মনোভাব নিয়েই দেখছি। আমরা ভিন্ন কোনভাবে আগামীকালের খেলাটিকে দেখব না।
রবি শাস্ত্রী : আমরা অভিজ্ঞ খেলোয়াড়ে পূর্ণ। আপনারা এটাকে শুধু আরেকটি খেলা হিসেবেই দেখুন। কেন এটাকে ফাইনাল হিসেবে দেখা হচ্ছে? সবারই মনোভাব এমন থাকতে হবে যে মনোভাবটা টুর্নামেন্টের অন্য খেলার ক্ষেত্রে ছিল। আমাদের জন্য সবগুলো খেলাই নকআউট। আমরা এটাকে সে মনোভাব নিয়েই দেখছি। আমরা ভিন্ন কোনভাবে আগামীকালের খেলাটিকে দেখব না।
প্রশ্ন : পাকিস্তান প্রায় শেষই হয়ে গেছে। আপনি কি মনে করেন উপমহাদেশে ভারত-বাংলাদেশ ক্রমেই বড় ধরণের লড়াইয়ের দিকে যাচ্ছে?
রবি শাস্ত্রী : আমি মনে করি উপমহাদেশের সবগুলো দলই খুব ভাল। সবারই কিছু উত্থান থাকে এবং পতনও থাকে। গত বছর শ্রীলঙ্কা এখানে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল। বাংলাদেশও খুব ভাল ক্রিকেট খেলছে। ফাইনালেও তারা অপ্রতিদ্বন্দী থাকতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। খুব বেশিদিন হয়নি পাকিস্তান শীর্ষ দুইয়ে ছিল। এখন সেটা ভারত। আপনি কখনও উপমহাদেশের কোন দলকে হিসেবের বাইরে রাখতে পারবেন না। কিছু পর্যায় আসে যখন একটি দল শীর্ষে চলে যায় এবং আরেকটি দল শেষ হয়ে যায়। পরে হয়তো আবারও উপরে উঠে আসবে। এটা সব দলের ক্ষেত্রেই ঘটে।
রবি শাস্ত্রী : আমি মনে করি উপমহাদেশের সবগুলো দলই খুব ভাল। সবারই কিছু উত্থান থাকে এবং পতনও থাকে। গত বছর শ্রীলঙ্কা এখানে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল। বাংলাদেশও খুব ভাল ক্রিকেট খেলছে। ফাইনালেও তারা অপ্রতিদ্বন্দী থাকতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। খুব বেশিদিন হয়নি পাকিস্তান শীর্ষ দুইয়ে ছিল। এখন সেটা ভারত। আপনি কখনও উপমহাদেশের কোন দলকে হিসেবের বাইরে রাখতে পারবেন না। কিছু পর্যায় আসে যখন একটি দল শীর্ষে চলে যায় এবং আরেকটি দল শেষ হয়ে যায়। পরে হয়তো আবারও উপরে উঠে আসবে। এটা সব দলের ক্ষেত্রেই ঘটে।
মন্তব্যসমূহ