২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানীখোলায় প্রিতি ফুটবল খেলা অনুষ্টিত

ddd

এইচ এম মোমিন তালুকদার-ত্রিশাল প্রতিনিধিঃ ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ত্রিশাল উপজেলার ১নং ধানীখোলা ঐতিহ্যবাহি মিলন সমাজ মাঠে ইয়ং জেনারেশন ক্লাবের আয়োজনে এক প্রিতি ফুটবল খেলা অনুষ্টিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানীখোলা ইউনিয়নের চেয়ারম্যান আছাদুল্লাহ আসাদ,বিশেষ অথিতী হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদা খানম রুমা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ত্রিশাল উপজেলা,আব্দুর রশিদ খান মেম্বার ৭নং ওয়াড ধানীখোলা,ও সার্বিক সহযোগিতায় জাহিদ হাসান সভাপতি ইয়ং জেনারেশন ক্লাব।
12439172_1718186858418270_2297260335921760739_n

মন্তব্যসমূহ