বঙ্গ পারের রূপ..লেখিকা কবি-শেখ সুমাইয়া সুলতানা

Image result for বঙ্গ পারের
Add caption

wpid-tumblr_nnzfgcnuze1smk4d7o1_1280
কেহ যদি মোরে প্রশ্ন করে
ও ভাই তুমি থাক কোন দেশে?
আমি বলিব থাকি বঙ্গ পারে
যেথায় সোনালি ধান হাসে//Borguna-paddy
মৌ ফুলের সুবাসে
যেথায় ভোরের সুর্য হাসে,,
গুঞ্জরিয়া আসে অলি
ছড়ায়ে থাকে চারিপাশে//
আঁকাবাঁকা পথে যেথায়
ঘাস ফুলের বাহার,,
আমি কি বলিব ও ভাই
আমার বাংলা মায়ের
রূপের সমাহার//
সবুজ মাঠে কচি ধান গুলো
এমনি মাতিয়া তুলেছে ঢেউ,,
এই বাংলার রূপলৗলা
দেখিয়াছো কি কেউ?
লাল,নৗল প্রজাপতি,,education-655x360
ডানা মেলে ওড়ে,,
বিশ্বজোড়া রূপের ভান্ডার
আছে আমার এই বঙ্গ পারে //
শেখ সুমাইয়া সুলতানা
শেখ সুমাইয়া সুলতানা

1-1
কবিতাটি পাঠিয়েছে,নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের বি এ অনার্স বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রি।

মন্তব্যসমূহ