মুস্তাফিজ একা কী করবেন?

মুস্তাফিজুর রহমান
ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শনিবার টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে হায়দরাবাদ হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। এদিন হারল কলকাতা নাইট রাইডার্সের কাছে। অথচ এই সানরাইজার্সের হয়ে খেলছেন বাংলাদেশের পেস বিস্ময় মুস্তাফিজুর রহমান। দুই ম্যাচেই ভালো বল করেছেন তিনি, তবে দল হেরেছে বাজেভাবে। প্রশ্ন তাই উঠছে, মুস্তাফিজ একা কী করবেন?
আসলেই তা। প্রথম ম্যাচের কথাই ধরা যাক। আগে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করেছিল ৪ উইকেটে ২২৭ রানের পাহাড়। সব বোলারই বেধড়ক মার খেয়েছেন। কিন্তু ব্যতিক্রম ছিলেন মুস্তাফিজ। তিনি চার ওভারে দিয়েছিলেন ২৬ রান, বিনিময়ে পেয়েছিলেন দুটি উইকেট। ইকোনোমি রেট ছিল সবার চেয়ে ভালো, ৬.৫০। অথচ নেহরা (৯.৬৯) ছাড়া বাকিদের ইকোনোমি রেট ছিল দশেরও বেশী।
ঐ ম্যাচে ২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ ৬ উইকেটে সংগ্রহ করতে পারল ১৮২ রান। ৪৫ রানের হারই হলো মুস্তাফিজদের সঙ্গী।
এবার দ্বিতীয় ম্যাচের কথাই ধরুন। শনিবার টসে জিতে আগে ব্যাট করতে নেমে টেনেটুনে ১৪২ করল সানরাইজার্স। তাও হতো না, যদি মরগান ও ওঝার ব্যাটে কিছুটা রান না আসত। কিন্তু ১৪৩ রানের টার্গেট কলকাতা নাইট রাইডার্স মামুলি লক্ষ্য বানিয়ে ফেলল সানরাইজার্সের বোলারদের পিটিয়ে। এবারও ব্যতিক্রম মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজের বলে বোল্ড হয়ে চিতপটাং আন্দ্রে রাসেল
সবাই যেখানে রান দিয়েছেন অকাতরে, সেখানে বিশেষ করে নিজের প্রথম তিন ওভারে ভীষণ কিপটে ছিলেন মুস্তাফিজুর। প্রথম ওভারে দিলেন মাত্র তিন, দ্বিতীয় ওভারে পাঁচ। তৃতীয় ওভারে সাত রান দিলেও রাসেলের স্ট্যাম্প উপড়ে দিলেন। তিন ওভারে রান দিলেন মোট ১৫। নিজের শেষ ওভারে গৌতম গাম্ভীর এক চার ও একটি ছক্কা হাঁকালেন। ৪ ওভারে মুস্তাফিজের রান গিয়ে দাঁড়ালো ২৯এ।
শেষ ওভারে মার খেলেও এদিনও দলের হয়ে ভালো বোলিংই করেছেন মুস্তাফিজ। ৪ ওভারে ২৯ রানে এক উইকেট। ভুবনেশ্বর কুমারও চার ওভারে দিয়েছেন ২৯, তবে পাননি উইকেটের দেখা। ইকোনোমি রেট মুস্তাফিজ ও ভুবনেশ্বরের সমান, ৭.২৫। তবে সেরা বোলিং বলতে গেলে আশিষ রেড্ডির। তবে তিনি করেছেন মাত্র দুই ওভার, রান দিয়েছেন ১৪, উইকেট একটি, ইকোনোমি রেট ৭। চার ওভারের হিসেব করলে আজও সানরাইজার্সের সেরা বোলিং ফিগার কিন্তু মুস্তাফিজেরই।
কিন্তু কথা হলো একা একা মুস্তাফিজ আর কয়দিন। বাকি বোলাররাও যদি জ্বলে উঠে কিংবা ব্যাটসম্যানরা যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলেই জয় আসবে হেসেখেলে। না হলে পরাজয়ের স্রোতেই গা ভাসাতে হবে সানরাইজার্সকে। এক মুস্তাফিজকে আর কত টানবেন।

মন্তব্যসমূহ