সফিউল্লাহ আনসারী-বাংলাদেশ মাদরাসা শিাবোর্ড নিয়ন্ত্রিত প্রাথমিক(প্রাইমারী স্কুল সমমান) শিক্ষা প্রতিষ্ঠান যা ইবতেদায়ী মাদরাসা হিসেবে সারা দেশে পরিচালিত হচ্ছে। ইবতেদায়ী শিক্ষক সংগঠন বাংলাদেশ আওয়ামী ইবতেদায়ী শিক্ষকলীগ আয়োজনে গত শুক্রবার ইবতেদায়ী মাদরাসা সরকারী করনের দাবীতে জাতীয় প্রেসকাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি হাফেজ মাও:মো:আলী আজম সিকদারের সভাপতিত্বে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য ও দু:খের কথা তুলে ধরেন সাধা:স¤পাদক মাও:মো: ইকবাল হোসেন। এসময় সারাদেশ থেকে ইবতেদায়ী শিক্ষকগন অংশগ্রহন করেন। লিখিত বক্তব্য থেকে জানা যায়-প্রাথমিক স্তরে দু‘ধরনের শিক্ষা ব্যবস্থায় পরিচালিত হচ্ছে একটি সাধারন অপরটি মাদরাসা।প্রাথমিক মাদরাসা শিক্ষা তথা ইবতেদায়ী শিক্ষা একজন শিশুর চরিত্র গঠন ও ধমীর্য় মুল্যবোধ তৈরীতে সহায়ক এবং এই ব্যবস্থাকে আধুনিকিকরন করাও জরুরী বলে বক্তব্যে বলা হয়।
উপস্থিত শিক্ষকদের বক্তব্যে জানা যায়-নুন আনতে পান্তা ফুরোয় যাদের তাদের আরেক নাম ইবতেদায়ী শিক্ষা ।কষ্টের মধ্য দিয়ে তারা সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়েও,সরকারী প্রাইমারী স্কুলের মতো নিয়ম মেনে, শিক্ষার্থী সরকার কর্তৃক বিনামুল্যের বই বিতরণ করে,পাঠদান অব্যহত রেখে সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করে আসছে। অথচ অতীব দুঃখের এবং পরিতাপের বিষয় এসব ইবতেদায়ী শিক্ষকগণ তাদের শ্রমের সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত ।একদেশে দুই নিয়মের শিক্ষাকার হওয়া স্বতন্ত্র ইবতেদায়ী ও সংযুক্ত ইবতেদায়ী শিক-কর্মচারীর মানবেতর জীবনযাপন করছেন যা কোন স্বাধীন ও সভ্য দেশে কাম্য নয়।এই বৈষম্য থেকে দ্রুত উত্তরণের মাধ্যমে শিােেত্র সমান মূল্যায়ন ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলোর জন্য আলাদা প্রাথমিক শিক্ষা মন্ত্রনালয়ের মতো মন্ত্রনালয় স্থাপন বা প্রাথমিক শিক্ষা মাধ্যম প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের অধীনে এনে ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একই নীতিমালায় বিন্যস্ত করে বৈষম্য দুর করার বিষয়ে বক্তারা সরাকারের প্রতি জোর দাবী জানান।উল্লেখযোগ্য দাবীগুলো হলো-সকল ইবতেদায়ী মাদরাসার জাতীয়করন,প্রাথমিক শিা অধীদপ্তরের ন্যায় ইবতেদায়ী মাদরাসাঅধীদপ্তর গঠন,পিটিআই এর মতো ইবতেদায়ী টিচার্স ট্রেনিং ইনসইটটিউট গঠন,সংযুক্ত/স্বতন্ত্র মাদরাসার শিার্থীদেরকে উপবৃত্তি প্রদান,প্রত্যেক মাদরাসায় ৫জন শিক্ষক ও একজন দপ্তরির পদ সৃষ্টি,সকল ইবতেদায়ী মাদরাসাকে সরকার প্রাইমারী স্কুলের ম্যানুয়াল ভিত্তিক কার্যাবলি অন্ত
মন্তব্যসমূহ