[সরাসরি আবেদন করতে নিউজের নিচে দেখুন]
ভিসিট ভিসায় (ভ্রমন ভিসা) ফ্যামিলি এনেছেন সৌদি আরবে? এবার আপনার আরেকটি দুশ্চিন্তা মাথায় এলো কিভাবে এর মেয়াদ বাড়াবেন বা রিনিউ করবেন। বর্তমানে একজন প্রবাসী অনলাইনেই তাদের ভিসিট ভিসার মেয়াদ বৃদ্ধি বা রিনিউ করতে পারেন বছরের যেকোনো সময়ে। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও। আপনি নিজেই একবার চেষ্টা করে দেখুন। না পারলে জাওয়াত অফিসের পাশে কারো মাধ্যমে ২০/৩০ রিয়েল দিয়ে করে নিতে পারবেন। ভিসিট ভিসার প্রাথমিক মেয়াদ ৩০/৯০ দিন হলে সর্বোমোট ১৮০ দিন পর্যন্ত মেয়াদ পাবেন। মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে আপনাকে রিনিউ’র আবেদন করতে হবে।
ভিসিট ভিসায় (ভ্রমন ভিসা) ফ্যামিলি এনেছেন সৌদি আরবে? এবার আপনার আরেকটি দুশ্চিন্তা মাথায় এলো কিভাবে এর মেয়াদ বাড়াবেন বা রিনিউ করবেন। বর্তমানে একজন প্রবাসী অনলাইনেই তাদের ভিসিট ভিসার মেয়াদ বৃদ্ধি বা রিনিউ করতে পারেন বছরের যেকোনো সময়ে। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও। আপনি নিজেই একবার চেষ্টা করে দেখুন। না পারলে জাওয়াত অফিসের পাশে কারো মাধ্যমে ২০/৩০ রিয়েল দিয়ে করে নিতে পারবেন। ভিসিট ভিসার প্রাথমিক মেয়াদ ৩০/৯০ দিন হলে সর্বোমোট ১৮০ দিন পর্যন্ত মেয়াদ পাবেন। মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে আপনাকে রিনিউ’র আবেদন করতে হবে।
ভিসিট ভিসা রিনিউ’র জন্য অবশ্যই মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে আবেদন করতে হবে। অনলাইনে ভিসা নবায়ন করতে নিউজের একেবারে নিচের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশান করুন। তারপর ভিসা নবায়নের ফি ১০০ রিয়াল জমা দিন। এরপর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের (অ্যাবসির/Absher ) একাউন্টে লগইন করে ই-সার্ভিস (e service) এর পাসপোর্ট (passport) সেকশন নির্বাচন করবেন, অতঃপর এক্সটেন্ড ভিসিট ভিসা (Extend visit visa) অপশন নির্বাচন করে প্রসিড (proceed) বাটনে ক্লিক করুন। পরবর্তি পৃষ্ঠায় যার ভিসা মেয়াদ বাড়াবেন তার নাম নির্বাচন করে ভ্রমন ভিসা নবায়ন নিশ্চিত করন (confarm to extend visit visa) বাটনে ক্লিক করলেই সাকসেস ম্যাসেজ পাবেন। তো এবার শুরুতেই রেজিষ্ট্রেশান করে নিন।
রেজিস্ট্রেশান করতে নিচে ক্লিক করুন
রেজিস্ট্রেশান করতে নিচে ক্লিক করুন
মন্তব্যসমূহ