জানতে চাইলাম তোমার নাম কি? বলে আপা আমারে সবাই পাগলি বলে ডাকে, আমি বলি কেন? সে বলে আপা আমি যে অটো চালাই, সবাই বলে এটা বেডারা চালায় তুই পারবি না, আপা আমারে যে পারতেই হইবো। বল্লাম কেন?? আপা আমার ঘরে ৬ জন খাউন্না ৫ জন পোলা পাইন, জামাই চলা ফেরা করতে পারে না খুব অসুস্থ। বাসা বাড়ী কাজ কইরা যে টাকা হেইডা দিয়া সংসার চালাতে পারি না আপা, আমি তো চুরি করি না..অটো চালাই..আপা আমি যদি সংরাম না করি আমার সংসার বাচবো না আপা...
মন্তব্যসমূহ