সুন্দরবনে আগুন নেভেনি : অন্য অংশে ছড়িয়ে পড়ছে আগুন


পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী ও আন্ধারমানিক টহল ফাঁড়ির মধ্যবর্তী তুলাতলা ট্যাংরার বিলে বুধবার সংগঠিত অগ্নিকান্ড গত ২৫ ঘন্টায়ও নিয়ন্ত্রনে আসেনি। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ বনবিভাগ ও এলাকাবাসী চেষ্টা চালিয়ে যাচ্ছে। অগ্নিকান্ডের ঘটনার তদন্তে চাদঁপাই রেঞ্জের সহকারি বনসংরক্ষক মো. বেলায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। বনে সকল পাশপারমিট বন্ধের সিদ্ধান্ত গ্রহন করেছে বনবিভাগ। 
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চতুর্থবারের এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১৫ একর বনভুমির গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রনের কাজে নিয়োজিত শ্রমিকরা ফায়ার লাইন কাটলেও তা ভেদকরে বনের অন্যান্য অংশে আগুন ছড়িয়ে পড়ছে। খুব সহজেই আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হবেনা বলে আশংকা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের বাগেরহাটের এডিডি মানিকুজ্জামান জানান, প্রচন্ড তাপদাহ ও বাতাসের তীব্রতার কারনে আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হচ্ছে। তবে কি পরিমান জায়গা জুড়ে আগুন জ্বলছে তা সঠিক করে বলতে পারেননি।
বনসংলগ্ন উত্তর রাজাপুর এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে বনের ভেতর থেকে ধোয়ার কুন্ডলী দেখতে পেয়ে এলাকাবাসী ধানসাগর স্টেশনে খবর দেয়। তারা জানান, তুলাতলা ট্যাংরা বিলের বনের বিশাল এলাকা নিয়ে দাউ দাউ করে এখন ও আগুন জ্বলছে। যা গত ২৫ গত ঘন্টায়ও নিয়ন্ত্রনে আনতে পারেনি বনািবভাগ 
চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. বেলায়েত হোসেন জানান, ফায়ার সার্ভিসের তিনটি টিম আগুন নিয়ন্ত্রনের কাজ চালিয়ে যাচ্ছে। এবং এর আগে সংগঠিততিনটি অগ্নিকান্ডের মামলায় জড়িত আসামীরা নাশকতার এ আগুন লাগিয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন। এছাড়া আগাম সতর্কতার জন্য সুন্দরবনে সকল পাশপারমিট বন্ধের বিষয় সিদ্ধান্ত নেয়া হচ্ছে। 
উল্লেখ্য, এর আগে এবছরের ২৭ মার্চ ধানসাগর স্টেশনের নাপিতখালী বিলের সিকদারের ছিলা, ১৩ এপ্রিল পচাকোরালিয়া বিল এবং ১৮ এপ্রিল আবদুল্লাহর ছিলা এলাকার বনে অগ্নিকান্ডে ব্যাপক বনভূমি পুড়ে ছাই হয়ে যায়। ওই ঘটনায় দুটি মামলা দায়ের করে বনবিভাগ। -

মন্তব্যসমূহ