মোঃ জসিম উদ্দিন ভালুকার মল্লিকবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদে আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী

ইনলাইন চিত্র 1                                

আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশি ভালুকা উপজেলার শিল্প এলাকা হিসাবে পরিচিত ৭ নংমল্লিকবাড়ি ইউনিয়ন ধামশুর গ্রামের ৭১ এর মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ১১ এফজেসেক্টরের সাব সেক্টর কমান্ডার (অধিনায়ক) মুক্তিযুদ্ধের আফসার বাহিনির প্রতিষ্ঠাতাসাবেক ভালুকা উপজেলাপরিষদের চেয়ারম্যান মরহুম মেজর আফসার উদ্দিন আহমেদ এর সুযোগ্য  সন্তান সমাজ সেবক,শিক্ষানুরাগি ও দ্বানবীর হিসাবে পরিচত একজন সফল ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন আলীগ থেকে জনগণের দাবীর প্রেক্ষিতে চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে নিজেকে ঘোষণা করেছেন


জানাযায় মোঃ  জসিম উদ্দিন ৭ নং মল্লিকবাড়ি এলাকার ৭১ এর মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ১১ এফজেসেক্টরের সাব সেক্টর কমান্ডার (অধিনায়ক) মুক্তিযুদ্ধের আফসার বাহিনির প্রতিষ্ঠাতাসাবেক ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম মেজর আফসার উদ্দিন আহমেদ মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা ৭১ এর মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ১১ এফজেসেক্টরের সাব সেক্টর কমান্ডার (অধিনায়ক) মুক্তিযুদ্ধের আফসার বাহিনির প্রতিষ্ঠাতাসাবেক ভালুকা উপজেলা পরিষদেরচেয়ারম্যান মরহুম মেজর আফসার উদ্দিন আহমেদমাতা শহীদ মাতা বেগম খাইরুন নেছা আফসার। বেগম খাইরুন নেছা আফসারের ৫ ছেলে বড় ছেলে, মরহুম গাজী মোঃ খলিলুর রহমান,৭১এর যোদ্ধ কালিন আফসার বাহিনির কোম্পানি কমান্ডার, সদস্য সচিব ও ভালুকা মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ছিলেন,২ গাজী মোঃ খোশেদ আলম বীর  মুক্তিযুদ্ধা ও ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি,৩ গাজী মোঃ নাজিম উদ্দিন যোদ্ধ কালিন আফসার বাহিনির কোম্পানি কমান্ডার ৭১এর যোদ্ধ কালিন শহীদ ৪ ভালুকার মাটি ও মানুষের নেতা। দলমত নিবিশেষে সকলের প্রিয় মানুষ ও ভালুকার সবচাইতে জনপ্রিয় নেতা। সাবেক চেয়ারম্যান ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদসাবেক সাধারণ সম্পাধক ও সভাপতি ছাত্রলীগ ভালুকা উপজেলা শাখা সাবেক সাধারণ সম্পাধক ও সভাপতি ভালুকা উপজেলা আওয়ামী যুবলীগসাবেক চেয়ারম্যান ভালুকা উপজেলা পরিষদ। বর্তমান ভালুকা উপজেলা আওয়ামীলিগের সম্মানিত সদস্য ও ভালুকা পৌর আওয়ামীলিগের সম্মানিত সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ (ধনু) ৪ মোঃ জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান বি,আর,ডি,বি ও সদস্য সচিব মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড ভালুকা উপজেলা শাখা ও ব্যবসায়ী শিক্ষানুরাগি হিসাবে তাঁর বেশ সুনাম রয়েছে।  
  তিনি এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করে জ্ঞানের আলো বিস্তারে বিশেষ ভূমিকা রেখে চলেছেন

মল্লিকবাড়ি ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন এলাকার মসজিদ,মাদ্রাসা,এমিখানাস্কুল,কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কাজ করে বেশ অবদান রেখেছেন  মল্লিকবাড়ি ইউনিয়ন সহ আশপাশের উপজেলার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সব ধরণের পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন। ফলেযুব সমাজসহ দল মত নির্বিশেষে সবার মুখে তার গুণগান শোনাযায়। এছাড়াও আজীবন দাতা হিসাবে রয়েছেন, মল্লিকবাড়ি শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজপ্রতিষ্ঠাতা দাতা সদস্য ,সভাপতি হিসাবে রয়েছেন, ভালুকা বালিকা উচ্চ বিদ্যালয়,মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য তিনি বাংলাদেশআওয়ামীলীগের একজন স্বক্রিয় কর্মী । 
বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রীজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তয়,লী করার লক্ষে বাবার আর্দশে মুক্তিযোদ্ধের সাথে নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসাবে ভালুকা উপজেলার ৭ নম্বর  মল্লিকবাড়ি ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী 

 মোঃ জসিম উদ্দিন বলেনআমার বড় ভাই অনেক ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার পর গত নির্বাচনে আলীগের একাধিক প্রার্থী থাকায় এ ইউনিয়ন থেকে বিএনপির থেকে চেয়ারম্যান নির্বাচিত হন। ওই নির্বাচনে আলীগের প্রার্থীদের পরাজয়ের পর থেকে আমি এলাকার মানুষের সুখে দুঃখে তাদের পাশে ছিলামআছিআগামী দিনেও থাকব। এবং দল থেকে আমাকে প্রার্থী হিসাবে মনোনিত করলে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হবো ইনশাল্লাহ। এতে এই ইউনিয়নের চেয়ারম্যান পদটি পূনঃরুদ্ধার হবেআমি মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে  মল্লিকবাড়ি ইউনিয়নটিকে সন্ত্রাস,মাদক মূক্ত ও আদর্শ ইউনিয়নে রূপান্তরিত করবো। এ ইউনিয়নটি একটি শিল্প এলাকা হিসাবে পরিচিতি লাভ করেছেএখানে রয়েছে গ্রুপ অফ কোম্পানি ও দেশের বড় বড় শিল্পপতিদের প্রতিষ্ঠান বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কয়েক লাখ শ্রমিক কর্মরত রয়েছে। অনেক সময় এ সব শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের উপর নির্যাতন ও নিপীড়ান হয়ে থাকে। শ্রমিকদের এ সব সমস্যা সামাধান ও প্রতিরোধ করার জন্য সর্বাত্তক চেষ্টা করবো

আর বলেন, ৭১রে আমার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭তে মার্চের কথা রক্ষ্যাতে ভালুকায় মুক্তিযুদ্ধের আফসার বাহিনির গঠন করেছিলেন, তায় সভানেত্রী,প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তয়,লী করার লক্ষে,সরকারের উন্নয়নের দূরদর্শী চিন্তাকে বাস্তবে রূপ দিতে ও ভিশন ২০২১কে সফল করতে ও ডিজিটাল বাংলাদেশ গড়তে  চেয়ারম্যান প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দলীয় নেতাকর্মী ও ৭নং  মল্লিকবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি

মন্তব্যসমূহ