মোবাইল হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে পারবেন গ্রাহক


মোবাইল হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে পারবেন গ্রাহক

ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেটটি বৈধ কিনা খুব সহজেই তা জানতে পারবেন গ্রাহক। শিগগিরই একটি ওয়েব সাইটের মাধ্যমে গ্রাহকরা হ্যান্ডসেটের ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) নম্বর দিয়ে এ যাচাইয়ের কাজটি করতে পারবেন। 
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম রবিবার ফেসবুকে তার অফিসিয়াল পেইজে এক পোস্টে এ তথ্য তুলে ধরেছেন। 
ওই পোস্টে তিনি উল্লেখ করেছেন, আইএমইআই নম্বর হলো ১৫ ডিজিটের একটি স্বতন্ত্র সংখ্যা যা বৈধ মোবাইল ফোনে থাকে। একটি মোবাইল ফোনের কি-প্যাডে *#০৬# পরপর চাপলে ওই মোবাইল ফোনের বিশেষ এই শনাক্তকরণ নম্বরটি পর্দায় ভেসে ওঠে।
বাংলাদেশে মোবাইল ফোন আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ) এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি যৌথভাবে এ উদ্যোগ নিতে যাচ্ছে।
এ প্রক্রিয়ায় বৈধপথে আসা মোবাইল হ্যান্ডসেটের ডাটাবেজ তৈরির জন্য পরীক্ষামূলকভাবে ডাটাবেজ সফটওয়্যারও চালু করেছে বিটিআরসি।
ওই পোস্টে প্রতিমন্ত্রী আরও বলেছেন, এই ডাটাবেজ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে একটি নির্দিষ্ট সময়ের পর অবৈধ ও নকল হ্যান্ডসেট অপারেটরদের সংযোগ থেকে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে। এর আগেই গ্রাহকরা জেনে নিতে পারবেন তাদের হ্যান্ডসেটটি অবৈধ বা নকল কিনা।
আসল বা বৈধপথে আসা মোবাইল হ্যান্ডসেট হলে তা যাচাইয়ে বলবে ‘সঠিক’, আর অবৈধ হলে ওয়েবসাইটে উঠে আসবে ‘নকল’।

মন্তব্যসমূহ