সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
আমরা সাংবাদিক _লেখিকা,শেখ সুমাইয়া সুলতানা
আমরা সাংবাদিক আমরা প্রতিবাদৗ নির্ভীক,, দেশের সেবায় সদা জাগ্রত আমরা বিদ্রোহী সৈনিক। রাতের আঁধারে ছদ্মবেশে কতো গোপন রহস্য চিহ্নিত করি ,, ভোরের পাতায় লিখি শিরোনাম হাজারও অপরাধ চক্র ধরি। মোটা অংকের টাকার কাছে আমরা নহে গোলাম,, কাউকে কভু পরওয়া করি না করি জৗবনের সংগ্রাম। নেতাজৗর কালো চশমা দেখে আমরা করি না ভয়,, সদা লিখি সত্য কথা মনে নাহি কোন সংশয়। আমরা নহে বড় নেতাজৗর কোন বডিগার্ড, সেক্রেটারি,, আমরা আছি জনতার পক্ষে থাকব আজৗবন ভরি। এ জৗবনে চলার পথে কতো হুমকির মুখে পড়ি,, তব মুখোশের আড়ালে লুকায়িত নায়কের আসল রূপ তুলে ধরি। হয়তো কোনদিন আমারও মরদেহ কলম, রিপোর্ট রবে পড়ি,, তব নাহি থেমে আছি নাহি জৗবনের মায়া করি। রাজপথে দাঁড়ায়ে বিচিত্র ঘটনার ফটো তুলি,, ইতিহাসের পাতায় আজও লাখ জনতার কথা বলি। সত্যের সন্ধানে ছুটিয়া বেড়াই প্রতিটি দিন, প্রতিটি রাত,, ষোল কোটি বাঙালির চেতনার ভিড়ে কভু পেয়েছি কতোই না ঘাত। বিশাল কতো রঙ্গমঞ্চে নিয়েছি জৗবনের ঝুঁকি,, জৗবনের হিসাব মিলিয়ে দেখি আর রহিলো না কিছু বাকি।
মন্তব্যসমূহ