জাহিদ হোসেন বিপ্লব
হুসেইন মুহাম্মদ এরশাদের পর কে ধরবেন জাতীয় পার্টির হাল তা নিয়ে আবারও মুখ খুললেন এরশাদ। সর্বশেষ রওশন এরশাদকে সিনিয়র কো-চেয়ারম্যান ঘোষণা দিলেও বুধবার বেসরকারি টেলিভিশন যমুনা নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে এরশাদ জানালেন ছোট ভাই জি এম কাদেরই হবে তার যোগ্য উত্তরসূরী।
জাতীয় ও দলীয় রাজনীতিতে মত বদলের মাধ্যমে তিনি আনপ্রেডিক্টেবল হচ্ছেন এমনটা মনে করেন না এরশাদ। তিনি বলেন, এখন যারা চেয়ারম্যানের ক্ষমতা নিয়ে কথা বলেন তারাও চেয়ারম্যানের ক্ষমতাবলেই দায়িত্ব পেয়েছেন।
এরশাদ দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ টানা ৯ বছর দেশ শাসন করে ১৯৯০ সালে ক্ষমতা হারান। তবে প্রতিটি জাতীয় নির্বাচনে ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে এখনও রাজনীতিতে সরব তিনি।
গত ২৬ বছরে নিজের দলের ভাঙন ছাড়াও প্রকাশ্য, অপ্রকাশ্য বিরোধ তৈরি হলেও পার্টি ঠিক আছে এমন দাবি করেন এরশাদ। আর দলের দুর্বলতার জন্য বারবার নিজের বক্তব্য বা অবস্থান বদলকে অমূলক মনে করেন না এরশাদ।
এরশাদ বলেন, দলীয়, পারিপার্শ্বিক, পার্টির অবস্থান ও অস্তিত্বের কারণে এমনটা করতে হয়। নানা কারণে চেয়ারম্যানকে হয়তো সিদ্ধান্ত বদল করতে হতে পারে। কিন্তু আজ এক সিদ্ধান্ত নিলাম কালকে আরেক সিদ্ধান্ত নিলাম এরকম দৃষ্টান্ত নাই।
এরশাদ আরো বলেন, আমার স্ত্রী দলের ভার নেয়ার জন্য আমাকে কখনই বলেননি। যদি আমার স্ত্রী মনে করেন আমার পরে দলের দায়িত্ব তিনি নিতে চান তাহলে নিতে পারেন। তবে তার কথায় মনে হয় না কখনও সে দলের দায়িত্ব নিতে চায়। উনি বলেছেন, ‘আমাকে সম্মান দিও, আমার দলের দায়িত্ব নেয়ার ইচ্ছা নেই।’ আমার পরে দলের দায়িত্ব নেয়ার জন্য ছোট ভাইকে বলেছি। সে কতদূর সফল হবে আমি জানি না। তবে ছোট ভাই আমার একমাত্র পছন্দ।
দলের চেয়ারম্যানের ক্ষমতা প্রসঙ্গে এরশাদ বলেন, স্বার্থে আঘাত লাগলেই গঠনতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করেন কেউ কেউ। আমার স্ত্রী ওই ধারায় এসেছেন, আমার ভাইও ওই ধারায় এসেছেন, ৩৫ জন প্রেসিডিয়াম সদস্য ওই ধারায় এসেছেন। তখন কিন্তু এটা অগণতান্ত্রিক ছিল না, এখন এটা অগণতান্ত্রিক হয়ে গেছে এটা ঠিক নয়। অনেকে প্রধানমন্ত্রী হয়েছেন, ভাইস চেয়ারম্যান হয়েছেন, উপমন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়েছেন অনেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন তারপরে তারা ক্ষমতা থেকে চলে গেছেন। তারা সুযোগসন্ধানী, তারা দলে আমাকে সাহায্য করার জন্য আসেননি। জাতীয় পার্টির ভাবমূর্তি, রাজনীতি এবং সত্যিকার বিরোধী দলের ভূমিকা জনগণের সামনে তুলে ধরতে পারলে আগামীতে জনসমর্থন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
তিনি আরো বলেন, ‘আমি দুই যুগেরও বেশি সময় ধরে শৃঙ্খলাবদ্ধ। আমাকে মুক্তভাবে রাজনীতি করতে দেওয়া হয়নি। আজ নুর হোসেন দিবস পালন করা হয়, অথচ নুর হোসেনকে আমি মারিনি। তাকে সামনে এগিয়ে দিয়ে পিছন থেকে গুলি করা হলো। ডা. মিলনকে হত্যা করে দায় চাপানো হল আমার উপর। আমি চ্যালেঞ্জ করি বলি, এই হত্যাকাণ্ড সম্পর্কে আমি কিছুই জানি না। আমি নুর হোসেন এবং ডা. মিলন হত্যার সুষ্ঠু বিচার চাই। আজ শত শত নুর হোসেন, ডা. মিলন হত্যা হচ্ছে অথচ তাদের জন্য কোনো দিবস পালিত হয় না।
মন্তব্যসমূহ