একদিনে ৪৭; দু‘দিনে ৬০ জনের মৃত্যু ! ভাবা যায় ? বজ্রপাতে এত মানুষেরমৃত্যু ! ইদানিং বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর মিছিল বেড়েই চলছে। কয়েক বছর আগেও বজ্রপাতে মৃ্ত্যুর কথা তেমন শোনা যেত না;কেনো ? বৈশাখী ঝড়ের সাথে বর্তমানে প্রায়ই বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটছে।
….কথিত আছে- বৃটিশরা যখন এদেশ শাসন করেছে তখন নাকি সিমানার প্রান্তে এক ধরণের শক্তিশালী চুম্বকওয়ালা পিলার স্থাপন করেছে। তাছাড়া জমিদার বাড়িগুলোতে ছিল বজ্রপাত নিষ্ক্রিয় করা উপকরণ। কিন্তু এগুলো মুল্যবান হওয়া মানুষ এগুলো চুরি করে নিয়ে যায়। তাই বর্তমানে বজ্রপাত গুলো সৃষ্টি হয় সেগুলো নিষ্ক্রিয় না হয়ে ভূমিতে পড়ে যার ফলে বজ্রপাতে এত মৃত্যু। যদি তাই হয় তাহলে সরকারের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।বিশ্লেষকদের মতে-প্রাকৃতিকভাবে বৃক্ষনিধন,নদীর নাব্যতা হ্রাস,ভূপৃষ্টের তাপমাত্রা বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারনে বজ্রপাতের হার বাড়ছে।
বিশেষজ্ঞদের বজ্রপাত বিষয়ে গবেষনা ও সরকারের সহাযতায় দেশের প্রতিটি উপজেলা অথবা কতটুকু দুরত্বে স্থাপন করা যাবে তার পরিমাপ করে বজ্রপাত নিয়ন্ত্রনের জন্যে বজ্ররোধক স্থাপন জরুরী।
প্রাকৃতিক দুর্যোগে মানুষের হাত না থাকলেও সচেতনার মাধ্যমে কিছুটা হলেও মানুষের অকাল প্রানহানি থেকে রক্ষা করা সম্ভব হবে।বজ্রপাত দুর্যোগটি মহামারী আকার ধারন করার আগেই এ বিষয়ে সময়োপযোগী ব্যবস্থা গ্রহন করা দরকার।যাতে বজ্রপাতে অকালেই ঝরে না যায় প্রাণ।
- সফিউল্লাহ আনসারী -
মন্তব্যসমূহ