নিজামীর জন্য কাঁদছে পাকিস্তান

নিজামীর জন্য কাঁদছে পাকিস্তান
একাত্তরের পাক হানাদারদের অন্যতম সহযোগী, আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর জন্য বুক ফাটছে পাকিস্তানের। খুন, ধর্ষণ, হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামীর রায় কার্যকরের প্রক্রিয়া শুরুর পর থেকেই বিক্ষোভ শুরু করেছে পাকিস্তান জামায়াতে ইসলামী।   নিজামীর ফাঁসিকে বিচারিক হত্যাকাণ্ড মন্তব্য করে পাক জামায়াত নেতারা তা বন্ধের দাবিও জানিয়েছে। সরগরম করে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাক জামায়াতের পেইজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, সেদেশের জামায়াতের নেতারা নিজামীর ফাঁসিকে বিচারিক হত্যাকাণ্ড বলে দাবি করছে। এর আগে যুদ্ধাপরাধের দায়ে নিজামীর ফাঁসির রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ার পর শুক্রবার বাংলাদেশে জামায়াতের এই নেতার বিচার প্রক্রিয়াকে বিতর্কিত উল্লেখ করে এক বিবৃতি দেয় পাক পররাষ্ট্র দফতর। বিবৃতিতে নিজামীর ফাঁসির রায় কার্যকর করা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান। বিবৃতির প্রতিবাদে ঢাকায় নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে নাক না গলাতে পাকিস্তানকে সতর্ক করে দেয় বাংলাদেশ। ২০১৩ সালের ১৪ ডিসেম্বর জামায়াতে ইসলামির আরেক নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের পর উদ্বেগ প্রকাশ করে একই ধরনের বিবৃতি দেয় পাকিস্তান। ২০১৫ সালের ১১ এপ্রিল জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের পরও বিবৃতিতে মায়াকান্না দেখা যায় পাকিস্তানের। ইসলামাবাদে পাক জামায়াতের বিক্ষোভও দেখা যায়।

মন্তব্যসমূহ