গফরগাঁওয়ে ট্রাক চাপায় এক মহিলা নিহত ও তার ছেলে আশংকা জনক অবস্থায়

13177582_1155879841110170_2465708012482532036_n
গফরগাঁও প্রতিনিধি(ইমদাদুল হক কায়সার) ঃ আজ বেলা ১২ টায় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার সরকারি কলেজ গেইটের সামনে ১৮ বছর বয়সী শান্তা নামের  এক মহিলা তেলবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায়। মহিলার কোলে থাকা ১ বছরের একটি ছেলে শিশু ঘুরতর আহত অবস্থায় গফরগাঁও উপজেলা হাসপাতালে পাঠানো হয় । শিশুটি আশংক্ষা জনক অবস্থায় মুত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
 
প্রত্যেক্ষদর্শীর সূত্রে জানা যায়, মহিলটি অটো রিক্সা থেকে নেমে ভাড়া দেওয়ার সময় তেলবাহী ট্রাক পদ্দা তার উপর দিয়ে চলে যায় । যার ফলে সাথে সাথেই তিনি ম�
��রা যান । প্রত্যেক্ষদর্শীর সূত্রে আরও জানা যায়, তিনি এবছর এস, এস, সি পরীক্ষা দিয়েছেন  এবং তার বাড়ি গফরগাঁও উপজেলার ইমামবাড়ি নামক স্থানে এবং তার  স্বামীর নাম শান্ত ।
 
13119025_1155876841110470_4838765855820590610_n13179087_1155880081110146_6045515614382603947_n

মন্তব্যসমূহ