গাজীপুরে বাসচাপায় ২ আরোহী নিহত : ঘাতক বাসে আগুন

গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে শুক্রবার দুপুরে সড়কের ডিভাইডারের সঙ্গে বাসের চাপায় পিষ্ট হয়ে মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। উত্তেজিত এলাকাবাসি ওই বাসে অগ্নিসংযোগ করে এবং প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাহার আলম জানান গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া এলাকার বর্ষা সিনেমা হলের সামনে শুক্রবার বেলা ১২ টার দিকে জয়দেবপুরগামী বিআরটিসি’র যাত্রীবাহি একটি দ্বিতল বাস পেছন থেকে একটি মোটর সাইকেলকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারের সঙ্গে চাপা দেয়। এসময় দু’আরোহীসহ মোটরসাইকেলটি সড়কে পড়ে যায় এবং বাসের চাকায় পিষ্ট হয়। এতে মোটর সাইকেল আরোহী এক কিশোর ঘটনাস্থলেই নিহত ও অপর এক যুবক গুরুতর আহত হয়। এলাকাবাসি হতাহতদের উদ্ধার করে। পরে আহতকে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকাবাসি উত্তেজিত হয়ে বাসে অগ্নিসংযোগ করে এবং ওই মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় তারা কয়েকটি গাড়িও ভাংচুর করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে বাসের আগুন নেভায়। পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিয়ে ও দূর্ঘটনাস্থল থেকে গাড়ি দু’টি সরিয়ে নিলে প্রায় পৌণে এক ঘন্টা পর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, দূর্ঘটনাস্থল থেকে আনুমানিক ১১ ও ২৫ বছর বয়সের দু’জনকে মৃত অবস্থায় বেলা সোয়া ১২টার দিকে হাসপাতালে আনা হয়।

মন্তব্যসমূহ