আইপিএল ফাইনালে হেরে রেগে গিয়ে মুস্তাফিজকে নিয়ে যা বললেন কোহেলি!

dhdh
আকাশে মুস্তাফিজ, বাতাসে মুস্তাফিজ! আইপিএল ম্যাচের স্টেডিয়ামের পরিবেশ এখন এমনই। পরপর দুটো সংবাদ সম্মেলনের বেশির ভাগ সময় বিস্ময় বালকের নামই ঘুরেফিরে আসল। কোহলির আলোচনাতেও থাকল মুস্তাফিজের নাম। ভারতের এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান মনে করছেন না যে আইপিএল ফাইনালে মুস্তাফিজ খুব ভয়ংকর কিছু হবে । যদি তাদের গেম প্ল্যান ঠিক থাকে ।
‘বাংলাদেশের মতো কন্ডিশনে একজন পেসার যদি ৪-৫ উইকেট নিয়ে ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে পারে, তখনই খেলাটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠে। এই ছেলেটার (মুস্তাফিজের) আলাদা এক ধরনের স্কিল আছে। আমারা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। কিন্তু তাকে সামলানোর জন্য ভিন্ন যা কিছু করার করতে হবে না ।’ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জানান কোহলি। তবে ভিন্ন কিছু জানতে চান নি তিনি ।
শুধু বলেছেন,
“মুস্তাফিজ এর জন্যে নয়, গতকাল আমাদের দিনটি সঠিক দিন ছিল না । ভাগ্য আমাদের সাথে ছিল না । শুরুতে আমাদের কিছু উইকেট চলে যায় । সেটা আমদের বাজে পার্ফমেন্স এর জন্য হয়ত । মুস্তাফিজ যে গতকাল একেবারে মেইন ভুমিকা পালন করেছে তা কিন্তু নয় । অয়ার্নার ছিল । তিনি দারুণ অধিনায়কত্ব করেছেন । এবং সামনে থেকে নেতৃত্ব দিয়ে রান করেছেন।”

মন্তব্যসমূহ