শ্বাসরুদ্ধ কারাগার-লেখিকা.. শেখ সুমাইয়া সুলতানা

jhalkathi-thereport241

আমি আর কতকাল বন্দী রব
চার দেয়ালের শ্বাসরুদ্ধ কারাগারে, 
এবার আমায় তোমরা যেতে দাও না
আমার সবুজ, শ্যামল বাংলার প্রান্তরে /
নানা রঙে রঙিন মহা অট্রালিকায়
আমি পারি না’ক থাকিতে,
আমায় তোমরা ছেড়ে দাও না
আমার সহজ, সরল জীবন কাটাব
এই বাংলার মাটিতে /
হাজারও ইটের তৈরি ভবনে
আমার নিঃশেষ হলো প্রাণ,
এবার আমি মুক্তি চাহি
গাহিতে চাই এই বাংলার গান /
থাই গ্লাসের আড়ালে থাকি
আমি হব না’ক জেলের কয়েদৗ,
এই বাংলার আকাশ, বাতাসে
আমি মিশিয়া রব হাজারও শতাব্দী/
আমার এই কোমল দেহে
আর জরাব না’ক ভিনদেশী শাড়ি,
এবার আমার -লাগিয়া বুনন করিও
নক্সৗ, কাঁথান, ঢাকাই, মসলিন
জার নাহি কোন জুড়ি!
আমারে তোমরা কিনে দিও
একটি রবৗ ঠাকুর, কবি নজরুলের
শত কবিতা গীতির পুস্তক,
যাহা পাঠ করে এই পরাণ জুড়াব
শানিত হবে আমার এই ইংলিশ মিডিয়ামে
আবৃত বেবচেছদ মস্তক /
আমি গাহিতে চাই সোনার বাংলা
জানিতে চাই জীবনানন্দের
রূপসৗ বাংলার কথা,
আমি শুনিতে চাই ভোরের সেই ফজরের আযান
মসজিদ নববৗর মুয়াজ্জিনের সুরের ব্যকুলতা!
sumaya-picsay

মন্তব্যসমূহ