স্পোর্টস ডেস্ক : মাত্র ১৩৮ রানের লক্ষ্য। এটাও পার হতে পারলো না রাইজিং পুনে সুপারজায়ান্টস। বিশাখাপত্মমে ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৩ রানেই থেমে গেলো মহেন্দ্র সিং ধোনির দল। ফলে মাত্র ৪ রানের ব্যবধানে জয় পেয়ে গেলো মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দারাবাদ। এই জয়ের ফলে ১০ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেলো সানরাইজার্স। গুজরাট লায়ন্সেরও সমান পয়েন্ট। তবে রান রেটের হিসেবে এগিয়ে মুস্তাফিজরাই। দু’দিন আগে একবার শীর্ষে উঠেছিল সানরাইজার্স। একই দিন কেকেআরকে হারিয়ে পরে শীর্ষে উঠে যায় গুজরাট।
১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে পুনে। কোনো রান করার আগেই রাহানেকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। জর্জ বেইলি ৩৪ রান করে কিছুটা বিপদ তৈরি করার চেষ্টা করেন। কিন্তু ৪০ বলের ইনিংস খেলে তিনি আউট হয়ে যান। তার আগে রানআউট হন উসমান খাজা।
পুনের বড় চমক ছিল চার নম্বরে রবিচন্দ্র অশ্বিনকে মাঠে নামানো। ২৫ বল খেলে ২৯ রান করে আস্থার প্রতিদান দেন তিনি। শেষ দিকে ২০ বলে ৩০ রান করে মহেন্দ্র সিং ধোনি পুনেকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন। কিন্ত শেষ ওভারে তিনি আউট হয়ে গেলে সে আশাও শেষ হয়ে যায়। ১৩ বলে ১৭ রান করেন থিসারা পেরেরা।
হায়দারাবাদের পক্ষে ২৯ রানে ৩ উইকেট নেন আশিস নেহরা। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, বারিন্দার ¯্রান, মইসেস হেনরিক্স।
মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট নিয়েছেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলা অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা। সেই সাথে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন অ্যাডাম জাম্পা।
পুনের আগের ম্যাচে আইপিএলে অভিষেক হয়েছিল জাম্পার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সেই ম্যাচে তিনি ৩৫ রানে নিয়েছিলেন ২ উইকেট।
মঙ্গলবার হায়দরাবাদের ইনিংসের ও নিজের শেষ ওভারেই ৩ উইকেট নেন জাম্পা। নিজের আগের তিন ওভারে নেন আরো ৩ উইকেট।
এদিন তার শিকারে পরিণত হন হায়দরাবাদের কেন উইলিয়ামসন, যুবরাজ সিং, মইসেস হেনরিকস, দীপক হুদা, নামান ওঝা ও ভুবনেশ্বর কুমার।
আইপিএলে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই দ্বিতীয় সেরা বোলিংয়ের কীর্তি গড়ে ফেললেন এই ডানহাতি লেগ স্পিনার।
আইপিএলের সেরা বোলিংয়ের রেকর্ডটি পাকিস্তানি পেসার সোহেল তানভীরের দখলে। ২০০৮ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তিনি ১৪ রানে নিয়েছিলেন ৬ উইকেট।
আইপিএলের সেরা পাঁচ বোলিং:
বোলার ওভার মেডেন রান উইকেট দল প্রতিপক্ষ সাল
সোহেল তানভীর ৪ ০ ১৪ ৬ রাজস্থান চেন্নাই ২০০৮
অ্যাডাম জাম্পা ৪ ০ ১৯ ৬ পুনে হায়দরাবাদ ২০১৬
অনিল কুম্বলে ৩.১ ১ ৫ ৫ বেঙ্গালুরু রাজস্থান ২০০৯
ইশান্ত শর্মা ৩ ০ ১২ ৫ ডেকেন চার্জার্স কোচি ২০১১
লাসিথ মালিঙ্গা ৩.৪ ১ ১৩ ৫ মুম্বাই দিল্লি ২০১১
সোহেল তানভীর ৪ ০ ১৪ ৬ রাজস্থান চেন্নাই ২০০৮
অ্যাডাম জাম্পা ৪ ০ ১৯ ৬ পুনে হায়দরাবাদ ২০১৬
অনিল কুম্বলে ৩.১ ১ ৫ ৫ বেঙ্গালুরু রাজস্থান ২০০৯
ইশান্ত শর্মা ৩ ০ ১২ ৫ ডেকেন চার্জার্স কোচি ২০১১
লাসিথ মালিঙ্গা ৩.৪ ১ ১৩ ৫ মুম্বাই দিল্লি ২০১১
মন্তব্যসমূহ