গলাচিপা পুরুষাঙ্গে ইট বাধে মধ্যযুগীয় নির্যাতন

সঞ্জিব দাস, গলাচিপা: পটুয়াখালীর গলাচিপায় ফিরোজ ফরাজী (২৫) নামের এক যুবরে পুরুষাঙ্গে ইট বাঁধে মধ্যযুগীয় নির্যাতন করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের চর হরিদেবপুর গ্রামে। তাকে গুরুতর অবস্থায় স্থানীয়রা গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ফিরোজ ফরাজী জানান, সোমবার সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে কাঠ মিস্ত্রীর কাজ শেষে বাড়ির ফেরার পথে একই এলাকার রশিদ, জলিল প্যাদা, সুলতান প্যাদা তাকে ডাকে নিয়ে সন্দেহ করে এক পর্যায়ে লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে। এর পরও তার ক্ষান্ত হয়নি। এর পরে তার পুরুষাঙ্গে ইট বেঁধে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যতন চালানে হয় বলে তিনি জানান।
গলাচিপা হাসপাতালের ডা: ফেরদৌসি বেগম জানান, তার শরীরে কালো-কালো দাগ রয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভতি আছে। ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো.নাসির উদ্দিন জানান, বিষয়টি আমি শুনেছি। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রাজ্জাক মোল্লা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ