এইচ এম মোমিন তালুকদার, স্টাফ রিপোর্টার : ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় অবস্থিত জ্যনড্যাক এগ্রো ফুড প্রোডাক্টস লিঃ এর জেনী স্পেশাল বোম্বে চানাচুরের পেকেটের মোড়কে মেয়াদের যায়গা লিখা থাকলেও নেই কোনো মেয়াদ,পেকেটে লিখা আছে উৎপাদনের তারিখ হতে ১২০ দিন পর্যন্ত মেয়াদ, মেয়াদী লিখা নাই সাধারন মানুষ কিভাবে বুঝবে মেয়াদ আছে কি না?
এই চানাচুর সাধারন মানুষ দোকান থেকে কিনে প্রতারিত হচ্ছে। পেকেটে লিখা আছে স্বাদে গন্ধে অতুলনীয় বাস্তবে নেই কোনো স্বাদ নেই কোনো সু ঘ্রান।এই চানাচুর বিক্রি হয় গ্রাম গঞ্জের সহজ সরল দোকানদারদের কাছে বিক্রিত এই চানাচুর গুনগতমান নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক সাধারন ক্রেতা।এই চানাচুরের গুনগত মান নিয়ে জন-মনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাখুয়া ইউনিয়নের মনির হোসেন জানান আমি ত্রিশাল এর হরিরামপুর নতুন বাজার থেকে এক দোকানদারের কাছে আসল তৃপ্তি বোম্বে চানাচুর চাই দোকানদার আমাকে এই চানাচুর ধরিয়ে দেয় আমি আর খেয়াল করিনি বাড়িতে এনে পেকেট খুলে দেখি দোকানদার আমাকে তৃপ্তি চানাচুর দেয়নি জেনী স্পেশাল বোম্বে চানাচুর দিয়ে দিছে দেখতে হুবহু তৃপ্তি চানাচুরের মতই পেকেট খুলতেই দুর্ঘন্ধ, নেই কোনো মেয়াদ চানাচুর নরম হয়ে গেছে তারপর না খেয়ে ফেলে দিয়েছি।এই ব্যাপারে কোম্পানীর মালিকের কাছে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি।
কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সাধারন মানুষ।
এই চানাচুর সাধারন মানুষ দোকান থেকে কিনে প্রতারিত হচ্ছে। পেকেটে লিখা আছে স্বাদে গন্ধে অতুলনীয় বাস্তবে নেই কোনো স্বাদ নেই কোনো সু ঘ্রান।এই চানাচুর বিক্রি হয় গ্রাম গঞ্জের সহজ সরল দোকানদারদের কাছে বিক্রিত এই চানাচুর গুনগতমান নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক সাধারন ক্রেতা।এই চানাচুরের গুনগত মান নিয়ে জন-মনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাখুয়া ইউনিয়নের মনির হোসেন জানান আমি ত্রিশাল এর হরিরামপুর নতুন বাজার থেকে এক দোকানদারের কাছে আসল তৃপ্তি বোম্বে চানাচুর চাই দোকানদার আমাকে এই চানাচুর ধরিয়ে দেয় আমি আর খেয়াল করিনি বাড়িতে এনে পেকেট খুলে দেখি দোকানদার আমাকে তৃপ্তি চানাচুর দেয়নি জেনী স্পেশাল বোম্বে চানাচুর দিয়ে দিছে দেখতে হুবহু তৃপ্তি চানাচুরের মতই পেকেট খুলতেই দুর্ঘন্ধ, নেই কোনো মেয়াদ চানাচুর নরম হয়ে গেছে তারপর না খেয়ে ফেলে দিয়েছি।এই ব্যাপারে কোম্পানীর মালিকের কাছে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি।
কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সাধারন মানুষ।
মন্তব্যসমূহ