উপজেলা প্রেসক্লাব সম্মাননা জানালো মময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ওসি মামুন অর-রশিদ সাহেবেক

ভালুকায় সংবর্ধিত হলেন ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মানুন অর -রশিদ ।রাজনীতিক ,সামাজিক .সাংস্কৃতিক ও সূধী সমাজের অংশ গ্রহনের মধ্য দিয়ে উপজেলা প্রেসক্বাব বর্ণীল এ অনুষ্ঠানের অয়োজন করেন । এতে ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন ধনু ,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ,পৌর আওয়ামীলগের সাধারণ সম্পাদক শি্ক্ষক নেতা ,আব্দুর রসিদ মাষ্টার,উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এপ্যাপোলো কম্পিউটার কলেজের অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান , উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী আব্দুর রহমান, আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার ,সুরভি সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক তা্ওহীদুল ইসলাম আপন ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহারিয়ার সজিব উপস্থিত ছিলেন ।উপজেলা প্রেসক্লাবের পক্ষে সাংস্কৃতিক সংগঠক ,সাংবাদিক ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম, জাহাঙ্গীর আলম ,সম্মাননা স্বারক ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মানুন অর -রশিদের হাতে তুলে দেন । পরে বিশেষ দোয়া ও অতিথিদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।

মন্তব্যসমূহ