শেষ কবে মোহাম্মদ রফিকের নাম বাংলাদেশের মিডিয়ায় শুনেছেন? সম্ভবত বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে? মনে পড়েছে। হ্যাঁ শেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের এ কিংবদন্তি। এরপর আবারও নিজের ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন রফিক।
জাতীয় দলের প্রাক্তন এ স্পিনার প্রথমবারের মত বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে চলছেন। বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের স্পিন স্কোয়াডের পরামর্শক হিসেবে রফিককে নিয়োগ দিয়েছে বিসিবি। ওয়ানডেতে ১২৫ ও টেস্টে ১০০ উইকেট পাওয়া রফিক স্পিন স্কোয়াডের ১২ স্পিনার নিয়ে কাজ করবেন।
মোহাম্মদ রফিকের অর্ন্তভুক্তির বিষয়ে বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার ও এইচপির দায়িত্বে থাকা নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘রফিক এইচপিতে স্পিন কনসালটেন্ট হিসেবে কাজ করবেন। এইচপিতে আগেই ছিলেন ওয়াহিদুল হক গণি। এখন উনার সাথে রফিকও এইচপির ক্যাম্পে থাকবেন।’
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর কেরানীগঞ্জে নিজের ব্যবসায় মনযোগী রফিক। ঘরোয়া ক্রিকেটে ঢাকা গ্ল্যাডিয়েটরস ও রংপুর রাইডার্সের হয়ে কাজ করলেও বেশিরভাগ সময় বিসিবি তাকে কদর করেনি। এবার বিশেষ প্রয়োজনে আবারও বল-ব্যাট হাতে নিচ্ছেন। সাকিব-রাজ্জাকদের নিয়ে কাজ করতে না পারলেও তাদের উত্তরসূরী নিয়ে কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের স্পিনের প্রথম ও বিশ্বসেরা তারকা।
এইচপি স্পেশালাইজড স্কোয়াডের বোলিং ইউনিট: রাহাতুল ফেরদৌস জাভেদ, নাসুম আহমেদ, সোহাগ গাজী, মো. ওমর, রনি চৌধুরী, মোশাররফ হোসেন রুবেল, সালেহ আহমেদ শাওন গাজী, সানজামুল ইসলাম, নূর হোসেন মুন্না, তানভীর হায়দার খান, সাকলায়েন সজীব, মেহেদী হাসান।
জাতীয় দলের প্রাক্তন এ স্পিনার প্রথমবারের মত বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে চলছেন। বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের স্পিন স্কোয়াডের পরামর্শক হিসেবে রফিককে নিয়োগ দিয়েছে বিসিবি। ওয়ানডেতে ১২৫ ও টেস্টে ১০০ উইকেট পাওয়া রফিক স্পিন স্কোয়াডের ১২ স্পিনার নিয়ে কাজ করবেন।
মোহাম্মদ রফিকের অর্ন্তভুক্তির বিষয়ে বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার ও এইচপির দায়িত্বে থাকা নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘রফিক এইচপিতে স্পিন কনসালটেন্ট হিসেবে কাজ করবেন। এইচপিতে আগেই ছিলেন ওয়াহিদুল হক গণি। এখন উনার সাথে রফিকও এইচপির ক্যাম্পে থাকবেন।’
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর কেরানীগঞ্জে নিজের ব্যবসায় মনযোগী রফিক। ঘরোয়া ক্রিকেটে ঢাকা গ্ল্যাডিয়েটরস ও রংপুর রাইডার্সের হয়ে কাজ করলেও বেশিরভাগ সময় বিসিবি তাকে কদর করেনি। এবার বিশেষ প্রয়োজনে আবারও বল-ব্যাট হাতে নিচ্ছেন। সাকিব-রাজ্জাকদের নিয়ে কাজ করতে না পারলেও তাদের উত্তরসূরী নিয়ে কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের স্পিনের প্রথম ও বিশ্বসেরা তারকা।
এইচপি স্পেশালাইজড স্কোয়াডের বোলিং ইউনিট: রাহাতুল ফেরদৌস জাভেদ, নাসুম আহমেদ, সোহাগ গাজী, মো. ওমর, রনি চৌধুরী, মোশাররফ হোসেন রুবেল, সালেহ আহমেদ শাওন গাজী, সানজামুল ইসলাম, নূর হোসেন মুন্না, তানভীর হায়দার খান, সাকলায়েন সজীব, মেহেদী হাসান।
মন্তব্যসমূহ