জিয়াউল হক, শেরপুর প্রতিনিধি:
আজ ২০ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টায় শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহবান শীর্ষক আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টায় শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহবান শীর্ষক আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় শেরপুর জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এম.পি, বিশেষ অতিথি ছিলেন শেরপুর পুলিশ সুপার মেহেদুল করিম, শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু, জাতীয় বায়তুল মোকারম মসজিদের খতিব মো: ওয়ালিউর রহমান খান, ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগের পরিচালক মাওলানা মহিউদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান।
এ কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, মসজিদের ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ উপস্থিত সবার সামনে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে করণীয় ও ইসলামের আহবান সম্পর্কে নানা বিষয়ে আলোচনা করা হয়।
মন্তব্যসমূহ