হবিরবাড়ী জেনারেল হাসপাতাল এর আনুষ্ঠানিক যাত্রা শুরু! উন্নত স্বাস্থ্য সেবার নিশ্চয়তায় সিডষ্টোর বাজারে শুক্রবার (২৯ জুলাই) সকাল ১০টায় শুভ উদ্ভোধন করা হয়েছে হবিরবাড়ী জেনারেল হাসপাতাল। জানা যায় ভালুকা উপজেলার সিডষ্টোর বাজারে অল্প খরচে উন্নত স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে হবিরবাড়ী জেনারেল হাসপাতাল যাত্র শুরু করেছে।
প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর এ.বি.এম সিদ্দিক সোহেল জানান আমাদের প্রথম লক্ষ হচ্ছে প্রসূতী রোগীদের সর্বচ্চো সেবা দেওয়া যেমন নরমাল ডেলীভারী, বিশেষ প্রয়োজনে (সিজার), ডায়াবেটিকস ও শিশু রোগ, চর্ম ও যৌন, নাক-কান ও গলা রোগ বিশেষজ্ঞ সহ ২৪ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তারগন চিকিৎসা দিয়ে থাকেন, নিজস্ব ফার্মেসী ও পরীক্ষা, নিরিক্ষার সু-ব্যবস্থা।
মন্তব্যসমূহ