নিখোঁজ সিফাত ময়মনসিংহে রওনা হয়েছেন নিখোঁজ ছাত্রের বাবা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নিখোঁজ ছাত্র সিফাত আহম্মেদ শিশিরের খোঁজ পাওয়া গেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে তার খোঁজ পাওয়া গেছে।
সিফাত আহম্মেদ শিশির গাইবান্ধা জেলার সদর উপজেলার কালীবাড়ী গ্রামের আব্দুল কুদ্দুস মোড়লের ছেলে। সে হাবিপ্রবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল-১, সেমিষ্টার-১-এর ছাত্র। চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সে। ক্যাম্পাসের পাশেই ধানসিঁড়ি মেসে থাকতো সে।
হাবিপ্রবির প্রক্টর প্রফেসর ড. এটিএম সফিকুল ইসলাম জানান, গত রোবাবার সন্ধ্যায় সিফাত নিখোঁজ হয়। এরপর থেকে তার খোঁজ চলছিল। সোমবার তার পরীক্ষা থাকলেও সে পরীক্ষায় অংশগ্রহণ করেনি। এরপর থেকেই তার নিখোঁজের বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে তার সহপাঠীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়টি অবগত করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার পিতাকে জানায়। ওই দিন রাতেই তার পিতা আব্দুল কুদ্দুস মোড়ল দিনাজপুর কোতয়ালী থানায় একটি জিডি করেন।
এদিকে মঙ্গলবার রাতে মোবাইল ফোনে সে তার বাবাকে জানায় সে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অবস্থান করছে। তার বাবা জানতে চাইলে সিফাত তার বাবা কে জানায় কে বা কারা মেসে ফেরার পথে তাকে আচমকা মাইক্রোবাসে তুলে নিয়ে হাত পা চোখ বেধে ফেলে। এরপর সে আর কিছুই বলতে পারেনা। পরে তাকে ময়মনসিংহে রাস্তার পার্শ্বে ফেলে পালিয়ে যায়। সেখান থেকে সে ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত নিকট আত্মীয় এক ছাত্রের কাছে গিয়ে তার ফোন থেকে বাড়িতে তার বাবাকে ফোন করে ঘটনা জানায়।
প্রক্টর জানান, সিফাতকে নিয়ে আসতে তার পিতা আব্দুল কুদ্দুস মোড়ল গাইবান্ধা থেকে ময়মনসিংহে রওয়ানা হয়েছেন বলে তার বাবা মোবাইলে তাকে জানিয়েছেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, এ ব্যাপারে মঙ্গলবার সিফাতের বাবা আব্দুল কুদ্দুস মোড়ল ছেলে নিখোঁজের বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন। তবে সে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে তার চাচাতো ভাইয়ের নিকট আছে বলে তারা খোঁজ পেয়েছেন।

মন্তব্যসমূহ