কুয়াকাটায় “আই এস কুয়াকাটা” নামে একটি ফেইসবুক আইডি নিয়ে তোলপাড়। আই এস কুয়াকাটা ফেইসবুক আইডি নিয়ে ফেইসবুক ব্যবহারকারীরা আতংকে রয়েছে। আতংকে পর্যটন নগরী কুয়াকাটা সহ উপকূলবাসীরাও। এই ফেইসবুক আইডিতে ১১৫৬ জন ফ্রেন্ড লিষ্টে ফেইসবুক ফ্রেন্ড রয়েছে। আইডি ব্যবহারকারীর পরিচয় গোপন রাখা হয়েছে। ঠিকানার স্থানে শুধু মাত্র মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় লেখা ছাড়া অন্য কোন ঠিকানা বা পরিচয় পাওয়া যায়নি। ফেইসবুক আইডি ব্যবহারকারী তার ছবির বদলে গুলশানে আর্টিজান রেস্টুরেন্টে হামলাকারী নিহত এক জঙ্গীর ছবি দেওয়া হয়েছে।
এই ফেইসবুক আইডিতে নূর মিয়া, মিজানুর রহমান, জোবায়ের আহম্মেদ নাদির, আরিফুল ইসলাম, ইসলামের সৈনিক নামের আইডি সহ বিদেশী একাধিক জঙ্গি সংগঠন ফ্রেন্ড লিষ্টে রয়েছে। এই ফেইসবুক আইডিটিতে হাদিসের বরাত দিয়ে লেখা কয়েকটি মাসালা তুলে ধরা হয়েছে। লেখা গুলোতে কাফেরদের হত্যা করার বৈধতা তুলে ধরা হয়। ফেইসবুক আইডিতে লেখা হাদিস গুলোর মধ্যে রয়েছে ইবনে কাছিরের বরাত দিয়ে লেখা রয়েছে “ইবনে জারির একটি ইজমা (উলামাদের ঐক্যমত) বর্ণনা করেন য়ে একজন কাফেরকে হত্যা করা বৈধ যদি তার কোন আশ্রয় না থাকে, যদিও সে বায়তুল হারাম বা বায়তুল মাকসিদে অবস্থান করে” (তাফসির ইবনে কাছির ২/৬)। এরকম আরো কয়েকটি হাদিসের বর্ণনা করা হয়েছে।
এ আইডিটিতে অসংখ্য লাইক দেয়া হয়েছে। আই এস কুয়াকাটা আইডি নিয়ে গত ২দিন ধরে ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে এক ধরনের আতংক বিরাজ করছে। আই এস কুয়াকাটা আইডি ছাড়াও ফেইসবুকে আই এস কুয়াকাটা পৌর শাখা, আই এস কুয়াকাটা সমুদ্র সৈকত,আই এস মহিপুর সহ নামের আগে “আই এস” নাম ব্যবহার করে অসংখ্য ফেইসবুক আইডি খোলা রয়েছে। এ সকল ফেইসবুক আইডি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এই ফেইসবুক আইডিতে নূর মিয়া, মিজানুর রহমান, জোবায়ের আহম্মেদ নাদির, আরিফুল ইসলাম, ইসলামের সৈনিক নামের আইডি সহ বিদেশী একাধিক জঙ্গি সংগঠন ফ্রেন্ড লিষ্টে রয়েছে। এই ফেইসবুক আইডিটিতে হাদিসের বরাত দিয়ে লেখা কয়েকটি মাসালা তুলে ধরা হয়েছে। লেখা গুলোতে কাফেরদের হত্যা করার বৈধতা তুলে ধরা হয়। ফেইসবুক আইডিতে লেখা হাদিস গুলোর মধ্যে রয়েছে ইবনে কাছিরের বরাত দিয়ে লেখা রয়েছে “ইবনে জারির একটি ইজমা (উলামাদের ঐক্যমত) বর্ণনা করেন য়ে একজন কাফেরকে হত্যা করা বৈধ যদি তার কোন আশ্রয় না থাকে, যদিও সে বায়তুল হারাম বা বায়তুল মাকসিদে অবস্থান করে” (তাফসির ইবনে কাছির ২/৬)। এরকম আরো কয়েকটি হাদিসের বর্ণনা করা হয়েছে।
এ আইডিটিতে অসংখ্য লাইক দেয়া হয়েছে। আই এস কুয়াকাটা আইডি নিয়ে গত ২দিন ধরে ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে এক ধরনের আতংক বিরাজ করছে। আই এস কুয়াকাটা আইডি ছাড়াও ফেইসবুকে আই এস কুয়াকাটা পৌর শাখা, আই এস কুয়াকাটা সমুদ্র সৈকত,আই এস মহিপুর সহ নামের আগে “আই এস” নাম ব্যবহার করে অসংখ্য ফেইসবুক আইডি খোলা রয়েছে। এ সকল ফেইসবুক আইডি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
মন্তব্যসমূহ