জাকির নায়েকের মাথার দাম ১৫ লাখ টাকা ঘোষণা করলো ভারতীয় শিয়া নেতা !

ভারতীয় ইসলাম প্রচারক ডা. জাকির নায়েকের বিরুদ্ধে এবার ক্ষেপেছে দেশটির একটি শিয়া সংগঠন। তার মাথার দাম ১৫ লাখ টাকা বলে ঘোষণা করেছে তারা।
মঙ্গলবার এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়, জাকির নায়েককে খুন করতে পারলেই ১৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে৷ ফেসবুক পোস্টে জাকির নায়েককে ‘খলনায়ক’ বলে সম্বোধন করেন এই শিয়া সংগঠনের সভাপতি সৈয়দ কালবে হুসেন নকভি৷
ফেসবুকে তিনি লেখেন, আল্লাহকে অবমাননা করেছেন জাকির নায়েক৷ জঙ্গিদের সঙ্গে যোগ রয়েছে তাঁর৷ জাকির নায়েককে খুন করতে পারলে পুরস্কৃত করা হবে৷ উল্লেখ্য, কারও মাথার দাম ঘোষণা করা ফৌজদারি অপরাধ৷ এর জন্য সর্বোচ্চ সাত বছর জেল হতে পারে৷ হুসেন নাকভি ফেসবুক পোস্টে এই হুমকি দিলেও তা অজানা পুলিশের কাছে। লখনউ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আর কে এস রাঠোর জানান, এরকম বিবৃতির কথা তাঁরা জানেন না৷

মন্তব্যসমূহ