মদিনা শরীফে হামলা নাকি হয়েছে এটা সম্পুর্ন মিথ্যা সংবাদ ,

নবিজি (সাঃ) উম্মতেরা পোস্ট টি এরিয়ে যাবেন না মদিনা শরীফে হামলা নাকি হয়েছে এটা সম্পুর্ন মিথ্যা সংবাদ , আমি আমার মদিনার বন্ধুদের ফোন করে জানলাম আসল ঘটনা, এক সৌদিয়ান দ্রুত ইফতারি করার জন্য সম্ভবত তারাতারি গাড়ি রাইখা চলে গেসে সম্ভবত গাড়ি গরম হওয়ার কারনে রেগুলেটার নস্ট হয়ে গেসে, তাই সেই গারিটা ব্লাস্ট হয়েছে, আর এই সহজ জিনিসটা মাথায় আসে না হামলাকারীরা পার্কিঙ্গের যায়গায় করবে কোন দুঃখে , সেই গাড়ির পাশের গাড়ির ৪ জনের মত নিহত হয়েছেন, ইন্ননালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজেউন . সৌদি গাড়ির মেকানিক নিশ্চিত করেছে, আল্লাহ তাদের জান্নাত দান করুক, আমিন অথচ হুজুগে পাব্লিক এটাকে ছরিয়ে দিয়েছে ৩ জন নাকি হামলা করেছে, আরে ভাই মদিনাতে মুসলিম ছারা অন্য কেউ প্রবেশ করতে পারে না, আর সেখানে কোন মায়ের ছেলের বুকের পাঠা নাই বোম্ব মারবে, যেখানে শুয়ে আছে মায়ার নবী (সাঃ) . মদিনাকে কলংকিত করতে এই মিথ্যা খবর ছেরেছে, , আল্লাহ তাদের বিচার করুক , এই খবরটি দ্রুত সবার মাঝে ছরিয়ে দিন, মনে রাখবেন আমরাই মিডিয়া,

মন্তব্যসমূহ