ময়মনসিংহ বিভাগের আইটি প্রফেশনালদের সবচেয়ে বড় অনলাইন কমিউনিটি ময়মনসিংহ আইটি পার্ক এর উদ্যোগে ভালুকা উপজেলা সভাকক্ষে “ফ্রিল্যান্স আউটসোর্সিং ও আইটিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এপোলো ইন্সটিটিউট অব কম্পিউটার এর অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ কামরুল আহসান তালুকদার, উপজেলা সহকারী প্রোগ্্রামার আইসিটি অধিদপ্তর, নূরে আলম সিদ্দিক, ময়মনসিংহসোর্স এর সিইও ও ময়মনসিংহ আইটি পার্ক এর প্রধান উদ্যোক্তা মোঃ আরাফাত রহমান, ফ্রিল্যান্সার, রাসেল আহমেদ, ইউটিউবার, মোঃ মেহেদী হাসান আব্দুল্লাহ, হোষ্টআলপাইন এর সিইও রিয়াদ হাসান, অ্যাফিলিয়েট মার্কেটার, সোহেল আহমেদ সহ আইটি পার্ক থেকে আগত আইটি প্রফেশনালবৃন্দ।
সেমিনারে আইটিতে আগ্রহী ১ শতাধিক তরুণ-তরুণী, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
এপোলো ইন্সটিটিউট অব কম্পিউটার এর অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ কামরুল আহসান তালুকদার, উপজেলা সহকারী প্রোগ্্রামার আইসিটি অধিদপ্তর, নূরে আলম সিদ্দিক, ময়মনসিংহসোর্স এর সিইও ও ময়মনসিংহ আইটি পার্ক এর প্রধান উদ্যোক্তা মোঃ আরাফাত রহমান, ফ্রিল্যান্সার, রাসেল আহমেদ, ইউটিউবার, মোঃ মেহেদী হাসান আব্দুল্লাহ, হোষ্টআলপাইন এর সিইও রিয়াদ হাসান, অ্যাফিলিয়েট মার্কেটার, সোহেল আহমেদ সহ আইটি পার্ক থেকে আগত আইটি প্রফেশনালবৃন্দ।
সেমিনারে আইটিতে আগ্রহী ১ শতাধিক তরুণ-তরুণী, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ