স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহের ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী দিবসে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
২৫ জুলাই সোমবার সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিস মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জয়নাল আবেদীন। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আল-মিনান নূর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা বেগম, ভ্যাটানারী সার্জন ডা. নজরুল ইসলাম প্রমূখ। পরে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় উপজেলার ছলিমপুর গ্রামের খাইরুল বাশার মাহবুব, ধানীখোলা ভাওয়ালিয়া পাড়া গ্রামের মোঃ আব্দুল কাদের জিলানী ও ত্রিশালের নওধার গ্রামের সাজ্জাদ হোসেন সোহাগকে পুরষ্কিত করা হয়।
মন্তব্যসমূহ