প্রথম মোবাইল অপারেটর সিটিসেল বন্ধ হয়ে যেতে পারে যেকোন সময়

নোটিশ দেওয়ার পরও ৪৭৭ কোটি ৫১ লাখ টাকার বকেয়া পরিশোধ করতে না পারায় দেশের মোবাইলফোন অপারেটর সিটিসেল বন্ধ হয়ে যেতে পারে যেকোন সময়।   বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।   তিনি বলেন, বকেয়া পরিশোধে সিটিসেলকে বারবার সময় দেয়ার পরও তা পরিশোধ করেনি। এ কারণে সিটিসেলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।   এদিকে গ্রাহকসহ সিটিসেল-সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী ১৬ আগস্টের মধ্যে বিকল্প ব্যবস্থা বা সেবা নেয়ার জন্য রোববার বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক (লাইসেন্সিং) এম এ তালেব হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজস্ব বকেয়া বাকি এবং পরিশোধে গড়িমসি করায় যে কোনো সময় সিটিসেলের লাইসেন্স ও তরঙ্গ বাতিল এবং অপারেশনাল কার্যক্রম বন্ধ করে অপারেটরটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে সরকার।   এ বিষয়ে সিটিসিলের প্রধান নির্বাহী মেহবুব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।   ১৯৮৯ সালে বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে লাইসেন্স পায় সিটিসেল। গত জুনে এর গ্রাহক সংখ্যা ছিল প্রায় সাত লাখ। 

মন্তব্যসমূহ