গোলাম আযমের দাফন সম্পন্ন

বর্ণমেলানিউজ২৪ ঢাকা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের দাফন সম্পন্ন হয়েছে। মগবাজারের পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ৩টায় তার দাফন সম্পন্ন হয়।

ছেলে আব্দুল্লাহিল আমান আযমী ও তার পরিবারের দুইজন সদস্য গোলাম আযমের লাশ কবরে রাখেন।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক তাসনীম আলম, সহকারী প্রচার সমম্পাদক মতিউর রহমান আকন্দ ও ঢাকা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগর জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শনিবার বেলা ১টা ৪৮ মিনিটে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তার ছেলে আব্দুল্লাহিল আমান আযমী।

শনিবার বেলা ১টায় তার লাশবাহী গাড়িটি বায়তুল মোকাররমে পৌঁছে। মসজিদের উত্তর গেটে তার লাশ রাখা হয়। বেলা ১২টা ১৯ মিনিটের দিকে তার লাশবাহী গাড়ি মগবাজার থেকে বায়তুল মোকাররমের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

যোহরের নামাজের পর আল্লাহু আকবার ধ্বনি তোলে হাজার হাজার মুসল্লি ও দলীয় নেতা কর্মীরা। এরপর জানাজা শুরুর আগ পর্যন্ত পুরো বায়তুল মোকাররম ও তার আশপাশের এলাকা নীরব-নিস্তব্ধ হয়ে যায়। অত্যন্ত শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয় গোলাম আযমের নামাজে জানাজা।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও তার আশপাশের এলাকায় নেয়া হয়েছিল প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রচ- গরম হওয়ায় মুসল্লিদের বিশুদ্ধ খাবার পানি পান করানোর ব্যবস্থা নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মন্তব্যসমূহ