বর্ণমেলা নিউজ ২৪ ডটকম ২৫ অক্টোবর
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এমদাদুল হক খোকনকে আটক করেছে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ শহরের ভাটিকাশর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর আটকের সত্যতা স্বীকার করে জানান, খোকনের বিরুদ্ধে গৌরীপুর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে উপজেলা ছাত্রদল নেতা এমদাদুল হক খোকনকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন- উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি- মোঃ নূরুজ্জামন সোহেল, পৌর ছাত্রদলের সভাপতি- মোঃ তাজিজুল ইসলাম রাঙ্গা ও গৌরীপুর সরকারী কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক- মোঃ আঃ কাদির।
মন্তব্যসমূহ