পল্লীবন্ধু ছাড়া এ দেশের উন্নয়ন সম্ভব নয়



এইচ এম এহসান:
জাতীয় মহিলা পার্টি চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ের কমিটি গঠনকল্পে প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় মহিলা পার্টির সাধারন সম্পাদিকা আসমাউল হুসনা বলেন, বাংলাদেশের ইতিহাসে পল্লীবন্ধুর মত কোন রাষ্ট্র নায়কের পক্ষে সমৃদ্ধ বাংলা গড়া সম্ভব হয়নি। তিনিই একমাত্র এ দেশের মানুষকে সমৃদ্ধ বাংলা উপহার দিয়েছিলেন। পল্লীবন্ধু ৯বছরের শাসনামলে নারী উন্নয়নে যে ভূমিকা রেখেছিলেন বিগত ২৪ বছরের ইতিহাসে কেউ সে অবদান রাখতে পারেনি। তাদের শাসনামলে নারীরা শুধু নির্যাতিত হয়েছে। তাই আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে পল্লী মায়ের প্রতিটি ঘরে ঘরে গিয়ে পল্লীবন্ধুর ইতিহাসের কথা জানাতে হবে এবং জেলা জাতীয় মহিলা পার্টির সভানেত্রী কক্সবাজারের বেগম রোকেয়া খ্যাত নারী নেত্রী জনাবা খোরশেদ আরা হক এমপির যোগ্য নেতৃত্বের মাধ্যমে জাতীয় মহিলা পার্টিকে এগিয়ে নিতে দক্ষতার সাথে কাজ করতে হবে। তিনি গত শুক্রবার জাতীয় মহিলা পার্টি চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ের কমিটি গঠনকল্পে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা মহিলা পার্টির সভানেত্রী জোসনা আক্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরে জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক শামসুল আলম। বক্তব্য রাখেন উপজেলা মহিলা পার্টির যুগ্ন আহবায়ক জান্নাতুল ফেরদাউস, জেসমিন খানম প্রমূখ। সমাবেশ শেষে সকলের সম্মতিক্রমে কমেরু বেগমকে আহবায়ক ও রোকেয়া বেগমকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন।

মন্তব্যসমূহ