গ্রিড ফেলের কারণে বিদ্যুৎ বিহীন সারাদেশ

গ্রিড ফেলের কারণে বিদ্যুৎ বিহীন সারাদেশ

: নরসিংদীতে গ্রিড ফেইলের কারণে সেফটি বাল্ব নষ্ট হয়ে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে সারাদেশ। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গ্রিড ফেলের কারণে সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্বাবধায়ক) প্রকৌশলী সুভাষ চন্দ্র দাস।

তিনি জানান, নতুন একটি কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করার মুহুর্তে এই বিপর্যয় হয়েছে। এ কারণে দেশের সকল বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে সারাদেশ। কখন নাগাদ ফের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা সুনির্দিষ্ট ভাবে বলতে পারেননি তিনি।

মন্তব্যসমূহ