প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ থেকে আপহরনের ৭ দিন পর এক যুবককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, রংপুর জেলার পীরগঞ্জ থানার বাশপুকুরিয়া গ্রামের আশরাফুল আলমের ছেলে মাহিদুল ইসলাম (২১) কে ২৭ নভেম্বর সকালে ভালুকা মডেল থানার সামনে থেকে হাত পা বাধা এবং অজ্ঞান আবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অপহৃত যুবক মাহিদুল জানান, ২০ নভেম্বর সে লোকজন নিয়ে তার এলাকায় অবৈধ জুয়া খেলা বন্ধ করতে গেলে জুয়ারীর দলের সাথে সংর্ঘষ বাধে। এ সময় জুয়ারী ইমদাদুল,শামছুল,তাজুল ও মাহফুজার তাকে মারধর করে গাড়ীতে তুলে অপহরন করে দিনাজপুর হিলিতে নিয়ে ৫ লাখ মুক্তিপন দাবী করে এবং মারধোর করে। মুক্তিপনের টাকা দিতে ব্যার্থ হলে তাকে অজ্ঞান করে গাড়ীতে তুলে দিলে ভোরে উল্লেখিত স্থানে ফেলে রেখে যায়। টের পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে ভালুকা হাসপতালে ভর্তি করা হয়েছে। ভালুকা মডেল থানার ওসি মামুনুর রশিদ জানান, রংপুরের পীরগঞ্জ থানায় এই অপহরনের মামলা রয়েছে পীরগঞ্জ থানা পুলিশ যুবকে আমাদের হেফাজতে রাখতে বলেছে।
মন্তব্যসমূহ