খালেদা জিয়ার সঙ্গে সংলাপ কোনো মতেই সম্ভব নয়


                                              খালেদা জিয়ার সঙ্গে সংলাপ কোনো মতেই সম্ভব নয়


কুষ্টিয়া প্রতিনিধি ।। কুষ্টিয়ার মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে মঙ্গলবার বিকেলে জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার মুখে সর্বদলীয় ঐক্যের প্রস্তাব জাতির সঙ্গে তামাশা ছাড়া কিছুই নয়।

মন্ত্রী বলেন, গণতন্ত্র ও দেশের স্বার্থে অবশ্যই ঐক্য হবে, আর তা হবে রাজাকার, জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে। জাতীয় ঐক্যে এদের কোনো জায়গা নেই। খালেদা জিয়ার সঙ্গে সংলাপ কোনো মতেই সম্ভব নয়।
মিরপুর উপজেলা জাসদের সভাপতি মহম্মদ শরীফের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় নেতা করিম শিকদার, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।

মন্তব্যসমূহ