ভালুকা উপজেলা পরিষদ সভা কক্ষে ৪৫ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে ভালুকা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৪৫তম মহান বিজয় দিবস পালন করার লক্ষে বুধবার দুপুরে স্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, পৌর মেয়র মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যার মনিরা সুলতানা মনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, ভালুকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন আর রশিদ প্রমুখ। এছারা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় ঐদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচিগ্রহনের উপর আলোচনা করা হয়।
মন্তব্যসমূহ