স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার উপজেলার হবিরবাড়ীরর ৭,৮ ও ৯নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোছাঃ নাছিমা আক্তার কে নির্যাতনের অভিযোগে স্বামী মেহের আলীকে ভালুকা মডেল থানার পুলিশ তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে।
জানা যায় পারীবারিক কলহের জের দরে স্বামী মেহের আলী নাছিমা আক্তার কে বেদম মারপিট করে পায়ে ছিকল দিয়ে তালা দিয়ে রাখে। পরে নাছিমা ও তার মেয়ে পায়ের ছিকল কেটে বাড়ী থেকে পালিয়ে গিয়ে থানায় অভিযোগ করে।
পরে তার পায়ে তালাবদ্ধ অবস্থায় থাকা ও অভিযোগের বৃত্তিতে রাত ১১টার দিকে স্বামী মেহের আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত আসছে............
মন্তব্যসমূহ