ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব নির্ধারণ করবেন কেন্দ্রীয় আওয়ামীলীগ


ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব নির্ধারণ করবেন কেন্দ্রীয় আওয়ামীলীগ

 স্টাফ রিপোর্টার | ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব নির্ধারণ করবেন কেন্দ্রীয় আওয়ামীলীগ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সাংবাদিকদের বিষয়টি জানান।
দলীয় সূত্র জানায়, গত ২১ নভেম্বর জেলা নগরীর শিববাড়ি রোডে কার্যালয়ে দলটির কার্যকরী কমিটির এক সভায়, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ময়মনসিংহ নগর ও শেষ সপ্তাহে জেলা আওয়ামী লীগের সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্ত এ সিদ্ধান্ত নেওয়ার সময় জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকারসহ শিষ্যস্থানীয়  নেতারা অনুপস্থিত ছিলেন।
জানা যায়, কার্যকরী কমিটির ওই সভাতেই সম্মেলনের মাধ্যমে গঠিত নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের নেতৃত্বাধীন কমিটি অগঠনতান্ত্রিকভাবে ভেঙে দেওয়া হয়। ওই আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিনকে আহ্বায়ক করে ৬২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এসব বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আব্দুস সালামের নেতৃত্বাধীন কমিটিকেই পুনর্বহাল করতে ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমানকে নির্দেশ দেন বলে জানান আহমদ হোসেন।
তিনি আরো জানান, নেত্রী (প্রধানমন্ত্রী) নান্দাইলের আগের কমিটি পুনর্বহালের পাশাপাশি কেন্দ্র থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছেন। নেত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।
এদিকে, শেখ হাসিনার এসব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান মিল্কী টজু।
পৃথকভাবে তারা বলেন, আমরা নেত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। বঙ্গবন্ধু কন্যা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। তার এ যুগান্তকারী সিদ্ধান্তে- দলীয় নেতা-কর্মীরা চাঙ্গা হয়ে উঠবে।

মন্তব্যসমূহ