সাতক্ষীরার তরুন মুস্তাফিজুর রহমানকে ক্রিকেট বিশ্বে নতুন করে পরিচয় করিয়ে দেবার মত কিছু নেই । কারন এই কাটার মুস্তাফিজুর রহমানের পরিচিতি এখন বিশ্বজোড়া । বিশ্বের টপ ক্লাস ব্যাটসম্যানরাও মুস্তাফিজের বল খেলতে রীতিমতো হিমশিম খান । তবে বর্তমানে বাংলাদেশে অনেক প্রতিভাবান পেসার তৈরি হচ্ছে যারা আগামীতে মুস্তাফিজের মতই মাঠে ঝড় তুলবে ।
তেমনি একজন প্রতিভাবান পেসার হচ্ছেন আবু হায়দার রনি । বয়স মাত্র ১৯ বছর । বিপিএলের এই আসরে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি । শুধু মাঠ মাতাচ্ছেনই না ক্রিকেট বিশ্বকে তাক লাগানোর অপেক্ষায় আছেন এই তরুন পেসার । বিপিএলে অনেক তারকা বোলার রয়েছেন । কিন্তু সবাইকে ছাপিয়ে যাচ্ছেন তরুন এ পেসার ।বিপিএলের ৩য় আসর মাঠে গড়ানোর দিন এই পেসারের টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় আবু হায়দার রনির । প্রথম ম্যাচেই বিশ্ব ক্রিকেটে আগমনের ঘোষণা দেন তিনি । তার বোলিং বেশ গতি ও সুইং রয়েছে । লম্বা রানআপ নিয়ে বল করেন তিনি । যা বাঘা বাঘা ব্যাটসম্যানদের বিপাকে ফেলে দিতে পারে । অভিষেক ম্যাচে তাকে ঠিক করে খেলতে পারেনি কোন ব্যাটসম্যান । প্রথমদিন বল করে ৪ ওভারে ১৭ রান দিয়ে শিকার করেন ২ উইকেট । পরের ম্যাচে উইকেট শুন্য থাকলেও তৃতীয় ম্যাচে ৪ ওভার বল করে ২১ রানের বিনিময়ে নেন ২ উইকেট ।
মূলত ঐ ম্যাচে বল করেই আলোচনায় আসেন তরুন এই ব্যাটসম্যান । তার মধ্যে একজন আর্দশ বোলারের সব গুনাগুনই দেখছেন ক্রিকেট বিশেজ্ঞরা । কারন আবু হায়দার রনি বলে ভালো সুইং করাতেন পারেন । তবে তার প্রধান অস্ত্র হচ্ছে গতি । এই তরুন পেসার লাইন ও লেংথ নিয়ন্ত্রণ করে বল করে থাকেন । এখন তার দরকার নিবির পরিচর্যা । ভাল পরিচর্যা করতে পারলে বাংলাদেশ দলে আরেক বিস্ময় পেসারের আর্বিভাব ঘটবে ।
ইতিমধ্যে বাংলাদেশের প্রথম শ্রেনির ক্রিকেটে ১১ ম্যাচ খেলে ১৮ টি উইকেট নিজির ঝুলিতে ভরেন । তাছড়া লিস্ট এ ক্রিকেটে ১১টি ম্যাচ খেলে ১৭টি উইকেট শিকার করেছেন । খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় বেশ ভাল আবু হায়দার রনি । উচ্চ মাধ্যমিক পরিক্ষায় তিনি জিপিএ-৫ পেয়ে উর্ত্তীন হয়েছেন ।
তেমনি একজন প্রতিভাবান পেসার হচ্ছেন আবু হায়দার রনি । বয়স মাত্র ১৯ বছর । বিপিএলের এই আসরে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি । শুধু মাঠ মাতাচ্ছেনই না ক্রিকেট বিশ্বকে তাক লাগানোর অপেক্ষায় আছেন এই তরুন পেসার । বিপিএলে অনেক তারকা বোলার রয়েছেন । কিন্তু সবাইকে ছাপিয়ে যাচ্ছেন তরুন এ পেসার ।
বিপিএলের ৩য় আসর মাঠে গড়ানোর দিন এই পেসারের টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় আবু হায়দার রনির । প্রথম ম্যাচেই বিশ্ব ক্রিকেটে আগমনের ঘোষণা দেন তিনি । তার বোলিং বেশ গতি ও সুইং রয়েছে । লম্বা রানআপ নিয়ে বল করেন তিনি । যা বাঘা বাঘা ব্যাটসম্যানদের বিপাকে ফেলে দিতে পারে । অভিষেক ম্যাচে তাকে ঠিক করে খেলতে পারেনি কোন ব্যাটসম্যান । প্রথমদিন বল করে ৪ ওভারে ১৭ রান দিয়ে শিকার করেন ২ উইকেট । পরের ম্যাচে উইকেট শুন্য থাকলেও তৃতীয় ম্যাচে ৪ ওভার বল করে ২১ রানের বিনিময়ে নেন ২ উইকেট ।
মূলত ঐ ম্যাচে বল করেই আলোচনায় আসেন তরুন এই ব্যাটসম্যান । তার মধ্যে একজন আর্দশ বোলারের সব গুনাগুনই দেখছেন ক্রিকেট বিশেজ্ঞরা । কারন আবু হায়দার রনি বলে ভালো সুইং করাতেন পারেন । তবে তার প্রধান অস্ত্র হচ্ছে গতি । এই তরুন পেসার লাইন ও লেংথ নিয়ন্ত্রণ করে বল করে থাকেন । এখন তার দরকার নিবির পরিচর্যা । ভাল পরিচর্যা করতে পারলে বাংলাদেশ দলে আরেক বিস্ময় পেসারের আর্বিভাব ঘটবে ।
ইতিমধ্যে বাংলাদেশের প্রথম শ্রেনির ক্রিকেটে ১১ ম্যাচ খেলে ১৮ টি উইকেট নিজির ঝুলিতে ভরেন । তাছড়া লিস্ট এ ক্রিকেটে ১১টি ম্যাচ খেলে ১৭টি উইকেট শিকার করেছেন । খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় বেশ ভাল আবু হায়দার রনি । উচ্চ মাধ্যমিক পরিক্ষায় তিনি জিপিএ-৫ পেয়ে উর্ত্তীন হয়েছেন ।
মন্তব্যসমূহ