ময়মনসিংহ
প্রতিনিধি : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর
সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের
প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কোন প্রভাব পড়েনি ময়মনসিংহে।
সকাল থেকেই অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই চলছে সবকিছু। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হরতালের কোন চিহ্নই নেই। সরিকারি-বেসরকারি অফিসের পাশাপাশি খুলেছে ব্যবসায়ীক প্রতিষ্ঠান, দোকান পাট। এদিকে নাশকতার আশঙ্কায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সকাল ৬টায় হরতাল শুরুর পর থেকে এ পর্যন্ত নগরী বা জেলার কোথাও নাশকতা কিংবা সহিংসতার খবর পাওয়া যায়নি। নগরীর কোথাও হরতালের সমর্থনে মিছিল করতে দেখা যায়নি জামায়াত শিবিরের নেতাকর্মীদের। তবে নগরীর ২১ টি ওয়াডে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সরেজমিনে দেখা গেছে, হরতালে ময়মনসিংহ-ঢাকা, ময়মনসিংহ-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক ও ময়মনসিংহ-ঢাকাসহ বিভিন্ন রেলপথে যান ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড়, চরপাড়াসহ প্রায় প্রতিটি এলাকা। ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূর আলম বলেন, হরতালে নাশকতা মোকাবেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সহিংসতা দমনের সর্বাত্মক প্রস্তুুতি আমাদের আছে। তবে নগরী ও জেলায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন আছে। টহল দিচ্ছে র্যাবের টিমও। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদন্ড কার্যকরের পর সোমবার এ হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। |
মন্তব্যসমূহ