চলতি অর্থ বছরের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ সমাপ্ত হবে-একাব্বর হোসেন এমপি

চলতি অর্থ বছরের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ সমাপ্ত হবে-একাব্বর হোসেন এমপি
মটর সাইকেলের রেজিষ্ট্রেশন ফি খুব শীঘ্রই অর্ধেকে কমিয়ে আনা হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি। তিনি বলেছেন, এব্যাপারে সংসদীয় কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয় ও বিআরটিএ বরাবর সুপারিশ করা হয়েছে।   মঙ্গলবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ পরিদর্শনে এসে শহর বাইপাস গোলচত্বরে ময়মনসিংহের প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিায়ার সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি বলেণ, নীতিগতভাবে সরকার একমত পোষণ করেছেন। যা বাস্তবায়নে অচিরেই পদক্ষেপ গ্রহণ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ৮৭ কিলোমিটার মহাসড়কের মধ্যে ৭৬ কিলোমিটার সড়কের কাজ সমাপ্ত হয়েছে। বাকী ১১ কিলোমিটার সড়ক নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারনে দুই লেনের কাজ অসমাপ্ত রয়েছে। এজন্য ঠিকাদারকে বাতিল করা হয়েছে। তিনি জানান, খুব শীঘ্রই নতুন ঠিকাদার নিয়োগ করে চলতি অর্থ বছরের মধ্যে অর্থাৎ আগামী ৩০ জুনের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ সমাপ্ত করা হবে।  এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পঞ্চগড়-১ আসনের এমপি নাজমুল হক প্রধান, কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজুয়ান আহম্মেদ তৌফিক, সংরক্ষিত মহিলা আসন-১৪ এমপি মোছা. লুৎফুন্নেসা, ময়মনসিংহ-১১ আসনের এমপি ডা. এম আমান উল্লাহ, প্রকল্প পরিচালক হাফিজুর রহমান, অতিরিক্ত প্রকল্প পরিচালক শামসুল হক, প্রকৌশলী শাহাব উদ্দিন খান, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মনিরুল ইসলাম, যুগ্ম সচিব জাহিদা খানম, প্রজেক্ট ম্যানেজার আবু সাইদ মো: নাজমুল হুদা, নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুনসহ সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ